ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

মলদোভার নির্বাচনে জয়ী ইইউপন্থি রাজনৈতিক দল

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৩:৪১ পিএম
নির্বাচনে ভোট দিচ্ছেন প্রেসিডেন্ট মাইয়া সান্দু। ছবি- সংগৃহীত

মলদোভার নির্বাচনে প্রেসিডেন্ট মাইয়া সান্দুর নেতৃত্বাধীন পার্টি অব অ্যাকশন অ্যান্ড সলিডারিটি (পিএএস) নিজেদের বিজয়ী বলে দাবি করেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফলে পিএএস পেয়েছে ৫০.১% ভোট, আর প্যাট্রিওটিক ব্লক পেয়েছে মাত্র ২৪.২% ভোট। 

বিজয়ী পিএএস ইউরোপীয় ইউনিয়নপন্থি এবং প্যাট্রিওটিক ব্লক রাশিয়াপন্থি হিসেবে পরিচিত। নির্বাচনে পিএএস’র জয়ের ফলে দেশটির ২০৩০ সালের মধ্যে ইইউ সদস্যপদ অর্জনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথ সুগম হলো। পাশাপাশি দীর্ঘদিন পর মস্কোর প্রভাব থেকে বেরিয়ে আসার সুযোগ পেল। মস্কো অবশ্য মলদোভায় হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে।

এর আগে রাশিয়ার বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপ এবং ফলাফল প্রভাবিত করার চেষ্টার অভিযোগ তুলেছিল পার্টি অব অ্যাকশন অ্যান্ড সলিডারিটি। নির্বাচনের আগে করা জরিপগুলোতে পিএএস ও দেশকে মস্কোঘনিষ্ঠ করার লক্ষ্য নিয়ে গঠিত প্যাট্রিওটিক ব্লক প্রায় সমান অবস্থানে ছিল এবং ধারণা করা হচ্ছিল যে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না।