ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ভারতীয় ক্রিকেটের নতুন কাণ্ডারি কে এই মিঠুন মানহাস? 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০১:৪০ পিএম
মিঠুন মানহাস। ছবি- সংগৃহীত

বিসিসিআইয়ের ৩৭তম সভাপতি নির্বাচিত হয়েছেন মিঠুন মানহাস। মুম্বাইয়ে বিসিসিআই-এর ৯৪তম বার্ষিক সাধারণ সভায় ভারতের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ মিঠুন মানহাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।

গত আগস্টে রজার বিনি পদত্যাগ করার পর থেকে এই পদটি শূন্য ছিল। সেই সময় সহ-সভাপতি রাজীব শুক্লা অন্তবর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন। মানহাসের নেতৃত্বে গঠিত নতুন কমিটিতেও সহ-সভাপতি হিসেবে বহাল রইলেন রাজীব শুক্লা।

নতুন বোর্ডে অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও পরিবর্তন এসেছে। দেবজিৎ সাইকিয়া বোর্ডের সচিব পদে থাকছেন এবং কর্নাটকের সাবেক ক্রিকেটার রঘুরাম ভাট নতুন কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন। এছাড়া, সাবেক কোষাধ্যক্ষ প্রভতেজ সিং ভাটিয়া এবার যুগ্ম-সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন।

৪৫ বছর বয়সী মানহাস ভারতের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে তার অবদান বিশাল। তিনি দীর্ঘ সময় ধরে দিল্লির রঞ্জি ট্রফি দলের নেতৃত্ব দিয়েছেন। 

তার ক্রিকেট ক্যারিয়ারে ১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৯৭১৪ রান ও ৪০ উইকেট, ১৩০টি লিস্ট ‘এ’ ম্যাচে ৪১২৬ রান ও ২৫ উইকেট এবং ৯১টি টি-টোয়েন্টিতে ১১৭০ রান ও ৫ উইকেট রয়েছে। 

ডান-হাতি এই ক্রিকেটার ২০১৭ সালে খেলা ছাড়ার পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, আইপিএলের পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং গুজরাট টাইটান্সের মতো দলের সঙ্গে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন।