ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

নেইমারকে ছাড়াই লড়াই চালিয়ে যাচ্ছে সান্তোস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০১:০৭ পিএম
মাঠে বসেই খেলা দেখেন নেইমার। ছবি- সংগৃহীত

ব্রাজিলিয়ান লিগ সিরি আ’তে আবারও ড্র নিয়ে মাঠ ছেড়েছে সান্তোস। সোমবার ভোরে রেড বুল ব্রাগান্তিনোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ২-২ গোলে ড্র করেছে দলটি। এ নিয়ে টানা চার লিগ ম্যাচে অপরাজিত থাকল সান্তোস।

এদিন ম্যাচে এগিয়ে থেকেও জয় হাতছাড়া হয়েছে সান্তোসের। ম্যাচের বেশিরভাগ সময়ই তারা ভালো অবস্থানে ছিল। ৭৭ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল দলটি। 

তবে শেষ পর্যন্ত ব্রাগান্তিনোর আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয় তারা এবং জয় হাতছাড়া হয়।

আজকের ম্যাচে দলের সবচেয়ে বড় তারকা নেইমার চোটের কারণে  মাঠের বাইরে ছিলেন। তবে তার অনুপস্থিতিতেও সান্তোস লড়াই চালিয়ে যাচ্ছে। এই চার ম্যাচের অপরাজিত ধারায় দলটি পেয়েছে একটি জয় ও তিনটি ড্র। 

২৪ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৬তম স্থানে আছে সান্তোস। এই ড্রয়ের ফলে দলটি আপাতত অবনমন অঞ্চল থেকে পাঁচ পয়েন্ট দূরে রয়েছে।