তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামের ঐতিহাসিক ‘পলোগ্রাউন্ড মাঠে চলছে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ।
আজ শনিবার (১০ মে) বিকেল ৩টায় শুরু হওয়া এই সমাবেশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল যোগদান করেছেন।
বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগেই তামিমের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছিলেন। বিকেল ৫টার দিকে তামিম পলোগ্রাউন্ড মাঠে পৌঁছালে, নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান।
এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও সমাবেশে উপস্থিত আছেন।
এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন।
চট্টগ্রাম মহানগরসহ বিভাগের ৯৯টি উপজেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে অংশ নিচ্ছেন। মিছিলগুলোতে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।