সোমবার, ১২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৯:০৩ এএম

‘ইচ্ছাকৃতভাবে গাজা যুদ্ধ দীর্ঘ করছে ইসরায়েল’

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৯:০৩ এএম

‘ইচ্ছাকৃতভাবে গাজা যুদ্ধ দীর্ঘ করছে ইসরায়েল’

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ বলেছেন, গাজা যুদ্ধ ইসরায়েল নিজেই দীর্ঘ করছে। বন্দি বিনিময়ের আলোচনাতেও তারা বাধা দিচ্ছে।

রোববার (১১ মে) ইসরায়েলের চ্যানেল ১২-এ প্রচারিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়। প্রতিবেদনে বলা হয়, গাজায় আটক ইসরায়েলি বন্দিদের পরিবারের সঙ্গে এক বৈঠকে উইটকফ এই মন্তব্য করেন। যদিও বৈঠকটি কোথায় ও কখন হয়েছিল তা জানায়নি চ্যানেলটি।

উইটকফ বলেন, ‘আমরা চাই বন্দিরা ফিরে আসুক। কিন্তু ইসরায়েল এখনো যুদ্ধ থামাতে চায় না।’ 

তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, ‘এই যুদ্ধ এখন আর কোনো অগ্রগতি আনছে না, বরং কেবল দীর্ঘায়িত হচ্ছে।’

তিনি বলেন, এখন যুদ্ধ থামিয়ে বন্দি বিনিময়ের চুক্তিই সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত। ‘আমরা আশা করি ইসরায়েল ও মধ্যস্থতাকারীরা এই সুযোগ কাজে লাগাবে,’ বলেন উইটকফ।

ফিলিস্তিনি সংগঠন হামাস জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে এক মার্কিন-ইসরায়েলি বন্দি আলেকজান্ডার ইদানকে নিয়ে আলোচনা চালাচ্ছে। এই আলোচনার মাধ্যমে একটি যুদ্ধবিরতির পথ খুলে যেতে পারে বলে অনেকে মনে করছেন।

এছাড়া উইটকফের বক্তব্য এমন এক সময় এসেছে, যখন ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন দেশ- সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে সফরের প্রস্তুতি নিচ্ছেন। সফর চলবে মঙ্গলবার থেকে শুক্রবার (১৩ থেকে ১৬ মে) পর্যন্ত। তবে এই সফরে ইসরায়েল যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

সম্প্রতি মার্কিন ও ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, নেতানিয়াহু ও ট্রাম্প প্রশাসনের মধ্যে টানাপোড়েন বেড়েছে। ট্রাম্পের দল এখন ইসরায়েলকে পাশ কাটিয়ে নিজস্ব নীতিতে এগোতে চাইছে।

ইসরায়েল জানিয়েছে, গাজায় এখনও ৫৯ জন ইসরায়েলি বন্দি রয়েছে, যাদের মধ্যে ২১ জন জীবিত। অন্যদিকে ইসরায়েলের কারাগারে প্রায় ৯ হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এদের অনেকেই নির্যাতন, অনাহার ও চিকিৎসার অভাবে মারা গেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!