ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫

পাকিস্তান বুঝতে পেরেছে : মোদি

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৬:০৭ পিএম
আদমপুর বিমানঘাঁটিতে নরেন্দ্র মোদি। ছবি-সংগৃহীত

ভারতের পাঞ্জাবের আদমপুর বিমানঘাঁটি ও প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ ধ্বংসের দাবি করেছিল পাকিস্তান। এর প্রেক্ষিতে পরিদর্শনে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (১৩ মে) বিমানঘাঁটি পরিদর্শন করেন মোদি। এ সময় সশস্ত্রবাহিনীর প্রশংসা করেন তিনি।

এ সময় মোদি বলেন, ‘সন্ত্রাসীরা আমাদের বিরুদ্ধে হামলার সাহস করেছে...। তবে আপনারা তাদের প্রতিহত করেছেন। আপনারা তাদের সন্ত্রাসী ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছেন। ১০০ সন্ত্রাসীকে হত্যা করেছেন। আমাদের বিরুদ্ধে যদি আবার হামলা চালায়, তাহলে তারা ধ্বংস হয়ে যাবে, এটা তারা (পাকিস্তান) বুঝতে পেরেছে।’

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার ভারতের পাঞ্জাবে আদমপুর বিমানঘাঁটি পরিদর্শনে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিমানবাহিনীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি পাকিস্তানের হামলা প্রতিহত করার জন্য অভিনন্দন জানান। বিমানসেনাদের সাহসিকতার প্রশংসা করেন।

তিনি বলেন, ‘প্রত্যেক ভারতীয় নাগরিক আপনাদের ওপর গর্বিত। আপনারা ইতিহাস তৈরি করেছেন। আমি অপনাদের আশীর্বাদ করতে এসেছি। আপনারা পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা। আমি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে অভিবাদন জানাচ্ছি।’

এদিকে, বিমানঘাঁটি পরিদর্শনের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেন মোদি।

তিনি লেখেন, ‘আজ সকালে আমি এএফএস আদমপুর পরিদর্শন করেছি। আমাদের সাহসী যোদ্ধা ও সৈনিকদের সঙ্গে সাক্ষাৎ করেছি। যারা সাহস, দৃঢ়প্রতিজ্ঞ ও ভয়হীনতার প্রতীক, তাদের কাছে যাওয়া একটা বিশেষ অভিজ্ঞতা।’