ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫

ভারতে দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ১১:৪৫ পিএম
ভারতে দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফিরেছেন ২ নারী-পুরুষ। ছবি-রূপালী বাংলাদেশ

দীর্ঘদিন ভারতে কারাভোগের পর পাচার হওয়া দুই বাংলাদেশি নারী-পুরুষকে দেশে ফেরত আনা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসা ওই নারী-পুরুষ হলেন, যশোরের কেশবপুর উপজেলার সরাফপুর গ্রামের তহমিনা এবং মাদারীপুরের শিবচর উপজেলার যাদুয়ারচর গ্রামের নুরুজ্জামান।

জানা গেছে, পাচার হওয়া তহমিনা ও নুরুজ্জামান অবৈধভাবে ভারতে প্রবেশ করে। সংসারে অভাব মোচনের আশায় কাজের সন্ধানে ভারতের কলকাতা যান। সেখানে বাসা-বাড়িতে কাজ করার সময় তারা পুলিশের হাতে আটক হন। পুলিশ তাদের আদালত পাঠায়। সেখানে আদালত তাহমিনাকে ৩ বছর এবং নুরুজ্জামানকে ৫ বছরের সাজা দেন।

পরে সাজা শেষে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে সেফ হোমের হেফাজতে রাখে। পরবর্তী সময়ে নাগরিকত্ব যাচাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে মঙ্গলবার তাদের ফিরিয়ে আনা হয়েছে।

প্রত্যাবাসন প্রক্রিয়ার সময় বেনাপোল সীমান্তে ইমিগ্রেশন পুলিশ, বিজিবি কর্তৃপক্ষ, স্থানীয় এনজিও কর্তৃপক্ষ এবং ভারতের বিভিন্ন সরকারি সংস্থা ও বিএসএফ কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইব্রাহিম আহম্মেদ জানান, ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি দুই নারী-পুরুষকে ইমিগ্রেশনের কার্যক্রম শেষে বেনাপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।