ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

ইউক্রেন-রাশিয়ার শান্তি আলোচনায় নেই পুতিন

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১০:২৪ এএম
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  ছবি: সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরু হলেও তাতে অংশ নিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

বৃহস্পতিবার (১৫ মে) তুরস্কের ইস্তাম্বুল শহরে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।

তবে আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। তিনি আগেই আহ্বান জানিয়েছিলেন- রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যেন আলোচনায় অংশ নেন। 

এমনকি তিনি পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসার আগ্রহও প্রকাশ করেন।

রুশ প্রেসিডেন্টের দপ্তর (ক্রেমলিন) জানায়, রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি।

জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার পক্ষ থেকে কে আসবে তা দেখেই আমরা সিদ্ধান্ত নেব কী ধরনের কূটনৈতিক পদক্ষেপ নেব। এখন পর্যন্ত যা শোনা যাচ্ছে তা একেবারে বিশ্বাসযোগ্য নয়।’

বৃহস্পতিবার জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গেও দেখা করবেন আঙ্কারায়। এরপর ইস্তাম্বুলে শান্তি আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এদিকে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছিলেন, পুতিন অংশ নিলে তিনিও আলোচনায় যোগ দেবেন। তবে এখন জানা গেছে, তিনিও এই বৈঠকে থাকছেন না।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে পুতিন ও জেলেনস্কির মধ্যে সর্বশেষ মুখোমুখি বৈঠক হয়েছিল। দুই দেশের সর্বশেষ আনুষ্ঠানিক আলোচনা হয়েছিল ২০২২ সালে।