ইসরায়েলের বড় ধরনের আক্রমণ শুরুর কয়েক ঘণ্টা পর হামাস জানিয়েছে, তাদের আলোচকরা গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে নতুন দফা আলোচনা শুরু করেছেন।
হামাস প্রধানের উপদেষ্টা তাহের আল-নুনু বিবিসিকে জানিয়েছেন, শনিবার (১৭ মে) দোহায় আনুষ্ঠানিকভাবে নতুন দফা আলোচনা শুরু হয়েছে। উভয় পক্ষের পক্ষ থেকে কোনো পূর্বশর্ত ছিল না এবং সমস্ত বিষয় আলোচনার টেবিলে ছিল।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, হামাস আলোচকরা জিম্মিদের বিষয়ে একটি চুক্তির জন্য কাতারে পরোক্ষ আলোচনায় ফিরে আসছেন।
কাটজ এই পদক্ষেপকে ‘সেই মুহূর্ত পর্যন্ত তারা যে অনড় অবস্থান নিয়েছিল তা থেকে সরে আসা’ বলে অভিহিত করেছেন।
গত সপ্তাহ থেকে ইসরায়েল গাজায় তীব্র হামলা শুরু করেছে। শনিবার তারা হামাসকে পরাজিত করতে এবং গাজায় অবশিষ্ট জিম্মিদের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক আক্রমণ শুরু করে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে, ‘অপারেশন গিডিয়নস রথ।’
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
শনিবার ভোরে উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক মারওয়ান আল-সুলতান বলেন, ‘শুক্রবার মধ্যরাত থেকে আমরা ৫৮ জন শহীদ পেয়েছি এবং বিপুল সংখ্যক হতাহত ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। হাসপাতালের ভেতরের পরিস্থিতি ভয়াবহ।’
আপনার মতামত লিখুন :