স্কাইলাসের গ্রিক নাটক ‘তর্পণ বাহকেরা’ মঞ্চস্থ হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনায় আজ ও আগামীকাল জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটকটি। নাটকটি অনুবাদ করেছেন মোবাশ্বের আলী। নির্দেশনা দিয়েছেন ক্যাথরিন পিউরিফিকেশন।
নাটকের নির্দেশক ও জগন্নাথের নাট্যকলা বিভাগের শিক্ষক ক্যাথরিন পিউরিফিকেশন বলেন, এই নাটকে আমাদের বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা অভিনয় করছেন। নাটকটি ৯ম আবর্তন প্রদর্শিত হবে।
‘তর্পণ বাহকেরা’ নাটকটি তৈরি হয়েছে পারিবারিক হত্যাকা-ের একটি গল্প নিয়ে। যেখানে পিতা তার কন্যাকে বলি দিচ্ছে। স্ত্রী তার স্বামীকে বা পুত্র তার মাকে হত্যা করছে।
এ হত্যাকা- পৃথিবীর নির্মমতার ইতিহাসকে নির্দেশ করে। যারা হত্যাকারী তারাও প্রকৃতির নিয়মে কর্মফল পাচ্ছে।
বর্তমান বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এক দেশ আরেক দেশে যে হত্যাকা- ঘটাচ্ছে তা নাটকটির প্রতিচ্ছবি।
শিক্ষার্থীদের জন্য টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা। এ ছাড়া অন্যান্য দর্শনার্থীর জন্য ৩০০ ও ৫০০ টাকার টিকিট রাখা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন