বুধবার, ২১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ২০, ২০২৫, ০৭:৪৮ পিএম

ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন তুলে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ২০, ২০২৫, ০৭:৪৮ পিএম

ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন তুলে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

প্রতীকী ছবি

গাজায় চলমান সামরিক অভিযান বন্ধ না হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন বন্ধ করে দিতে পারে, এমন হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন, এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, ট্রাম্পের প্রতিনিধিরা ইসরায়েলি নেতৃত্বকে সরাসরি জানিয়েছেন, গাজায় চলমান যুদ্ধ বন্ধ না হলে যুক্তরাষ্ট্র তাদের আর সমর্থন করবে না।

তবে বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে মিশ্র সাড়া পাওয়া গেছে এবং ইসরায়েলি গণমাধ্যম এ দাবিকে অস্বীকার করে পাল্টা প্রতিবেদনও প্রকাশ করেছে।

এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় যুদ্ধের দ্রুত অবসান চান। গাজা থেকে মুক্ত মার্কিন সেনা এডান আলেকজান্ডারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই মুক্তির প্রক্রিয়ায় ইসরায়েলের কোনো ভূমিকা ছিল না, বরং হামাসের সঙ্গে সরাসরি আলোচনায় এটি সম্ভব হয়।

ইসরায়েল শুধু যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার চাপের মুখেও পড়েছে। এসব দেশ গাজায় মানবিক সহায়তায় বাধা ও নতুন সামরিক অভিযান অব্যাহত থাকলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই অবস্থান প্রত্যাখ্যান করে বলেন, যুদ্ধ শেষ হবে না যতক্ষণ না সব জিম্মিকে মুক্ত করা এবং গাজার নিরস্ত্রীকরণ নিশ্চিত করা যায়।

সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর করেন ডোনাল্ড ট্রাম্প। সফরে তিনি সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন আরব দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং গাজা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। 

তিনি বলেন, ‘গাজায় মানুষ অনাহারে ধুঁকছে, ভয়ংকর সব ঘটনা ঘটছে। এটি আর চলতে দেওয়া যায় না।’

Link copied!