গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ক্যাম্পাসে ইহুদি-বিরোধী বিক্ষোভ করায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৬০ মিলিয়ন ডলারের ফেডারেল অনুদান বন্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানিয়েছে, আইভি লিগ প্রতিষ্ঠানটি ক্যাম্পাসে ইহুদি-বিরোধী হয়রানি ও জাতিগত বৈষম্য মোকাবিলায় ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার (২০ মে) ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৬০ মিলিয়ন ডলারের ফেডারেল অনুদান বন্ধ করছে যুক্তরাষ্ট্র। কারণ আইভি লিগ প্রতিষ্ঠানটি ক্যাম্পাসে ইহুদি-বিরোধিতা ও জাতিগত বৈষম্য রুখতে ব্যর্থ হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্ববিদ্যালয়ের জন্য প্রায় ৩ বিলিয়ন ডলারের ফেডারেল অনুদান ও চুক্তিগুলো ফ্রিজ বা বাতিল করেছে।
গত জানুয়ারিতে শপথ নেওয়ার পর থেকে রিপাবলিকান এই নেতা মার্কিন শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠনের জন্য ফেডারেল গবেষণা তহবিল ব্যবহার করার চেষ্টা করেছেন। বলেছেন, মার্কিন শিক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্র-বিরোধী, মার্কসবাদী এবং ‘উগ্র বাম’ মতাদর্শ দ্বারা প্রভাবিত।
গত বছর হার্ভার্ড ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থি বিক্ষোভের ফলে বিখ্যাত প্রতিষ্ঠানটিকে ইহুদিদের বিরুদ্ধে বৈষম্য করার অভিযোগ করেছে মার্কিন প্রশাসন। একই সঙ্গে শিক্ষার্থীদের আবেদন পর্যালোচনার সময় জাতিগততা বিবেচনা করার অভিযোগও করা হয়েছে।
নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়কেও ইহুদি-বিদ্বেষের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
সোমবার এক্স হ্যান্ডেলে মার্কিন স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ‘হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইহুদি-বিদ্বেষী হয়রানি ও জাতিগত বৈষম্য মোকাবিলায় অব্যাহত ব্যর্থতার কারণে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ পূর্ণ মেয়াদে বহু-বছরের একাধিক অনুদান পুরস্কার বাতিল করছে...।’
বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিক মন্তব্যের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করলে কর্তৃপক্ষ সাড়া দেয়নি।
কেমব্রিজ, ম্যাসাচুসেটস-ভিত্তিক এই প্রতিষ্ঠানটি পূর্বে বলেছে, তারা আটকে থাকা অনুদানের ‘সম্পূর্ণ খরচ বহন করতে পারবে না’ এবং বিকল্প তহবিল খুঁজে পেতে গবেষকদের সঙ্গে কাজ করছে। অনুদান কমানোর সিদ্ধান্তের জন্য ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলাও করছে হার্ভার্ড কর্তৃপক্ষ।
চলতি মাসের শুরুতে বিশ্ববিদ্যালয়টি একজন অর্থোডক্স ইহুদি ছাত্রের একটি হাই-প্রোফাইল মামলার নিষ্পত্তি করেছে। হার্ভার্ড ইহুদি শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়ার চার মাস পরে এই নিষ্পত্তি হয়।
ওই শিক্ষার্থী দাবি করেছিলেন, হার্ভার্ড ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষ বিদ্যমান। এবং এটি ইহুদি-বিদ্বেষের কেন্দ্রস্থল বলে দাবি করে তিনি দুটি মামলা করেছিলেন।
আপনার মতামত লিখুন :