যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের দ্বিতীয় দফা শুল্ক সংক্রান্ত বাণিজ্য আলোচনা শেষ হয়েছে। একই সঙ্গে তাদের মধ্যে এখনো যেসব বিষয়ে মতানৈক্য রয়েছে, সেগুলো সমাধানে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি।
বৃহস্পতিবার (২২ মে) ভিয়েতনামের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
১৯ থেকে ২২ মে পর্যন্ত ওয়াশিংটনে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ভিয়েতনামের বাণিজ্যমন্ত্রী এন গুয়েন হোং ডিয়েন এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।
ভিয়েতনামের মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে বৈঠকের ছবি প্রকাশ করে জানিয়েছে, উভয়পক্ষ কিছু বিষয়ে ঘনিষ্ঠ মতৈক্যে পৌঁছেছে, তবে কিছু বিষয়ে এখনো আলোচনা প্রয়োজন।
বিবৃতিতে বলা হয়েছে, জুনের শুরুতে আবার শুরু হবে আলোচনা। তবে কোন কোন বিষয়ে মতপার্থক্য রয়েছে, বিস্তারিতভাবে তা উল্লেখ করা হয়নি সেখানে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ভিয়েতনাম। দেশটি বর্তমানে ৪৬ শতাংশ পর্যন্ত উচ্চ হারে ‘পাল্টা শুল্ক’-এর মুখে রয়েছে।
এই শুল্ক বিশ্বব্যাপী জুলাই পর্যন্ত স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র। চলমান আলোচনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি।
আপনার মতামত লিখুন :