ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, রক্ত নয়, তার শিরায় টগবগ করে ফুটছে সিঁদুর। একই সঙ্গে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ মাত্র ২২ মিনিটে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।
রাজস্থানের বিকানেরে এক জনসভায় মোদি এসব দাবি করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (২২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতের সীমান্তবর্তী এই এলাকায় ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় ১০৩টি আধুনিক রেলস্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি।
সভায় মোদি বলেন, ‘যারা ভারতের মা-বোনেদের সিঁদুর মুছে দিতে চেয়েছিল, তাদের মোক্ষম জবাব দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমার শিরায় রক্ত নয়, সিঁদুর টগবগ করে ফুটছে। গোটা বিশ্ব দেখেছে, সিঁদুর যখন বারুদের মতো জ্বলে ওঠে, তখন কী ঘটে।’
তিনি দাবি করেন, গত ২২ এপ্রিল পেহেলগামে যে হামলা হয়েছিল, তার জবাবে মাত্র ২২ মিনিটে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ৯টি সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মোদি আরও বলেন, ‘কাশ্মীরে গুলি চললেও আঘাত লেগেছে ১৪০ কোটির হৃদয়ে। ভারত সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সরকার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, আর ভারতীয় বাহিনী পাকিস্তানকে মাটিতে নামিয়ে এনেছে।’
উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর এটিই মোদির প্রথম জনসভা। তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৯ সালে আজাদ কাশ্মীরের বালাকোটে বিমানহানার পরও তার প্রথম জনসভা হয়েছিল এই রাজস্থান সীমান্তেই। এবারও ইতিহাস যেন নিজেকে পুনরাবৃত্তি করল।
সূত্র : এনডিটিভি
আপনার মতামত লিখুন :