শনিবার, ২৪ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৫:০৮ পিএম

‘জুতায় বিয়ার ঢেলে পান করে’ রাজনীতি থেকে বিদায় অস্ট্রেলীয় এমপির

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৫:০৮ পিএম

‘জুতায় বিয়ার ঢেলে পান করে’ রাজনীতি থেকে বিদায় অস্ট্রেলীয় এমপির

অস্ট্রেলীয় রাজনীতিবিদ কাইল ম্যাকগিন । ছবি-সংগৃহীত

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য পার্লামেন্টে বিদায়ী ভাষণের মাধ্যমে রাজনীতি থেকে ‘ব্যতিক্রমী বিদায়’ নিয়েছেন লেবার পার্টির এমপি কাইল ম্যাকগিন।

বক্তৃতা শেষে জুতায় বিয়ার ঢেলে পান করেন তিনি। অ্যালকোহল গ্রহণের এমন অভিনব কৌশল ‘শ্যুয়ি’ নামে পরিচিত। এটি জনপ্রিয় করে তুলেছেন ফর্মুলা ওয়ান তারকা ড্যানিয়েল রিকার্ডো।

বিদায়ী ভাষণে ম্যাকগিন বলেন, ‘আমি কীভাবে এ ভাষণ শেষ করব তা নিয়ে অনেক ভেবেছি। শেষে মনে হলো, ‘শ্যুয়ি’ দিয়েই শেষ করাটাই সবচেয়ে ভালো। আমার এলাকার মানুষ এটা উপভোগ করবে বলেই আমার বিশ্বাস। দুই মেয়াদে চমৎকার সময় কেটেছে। সবাইকে ধন্যবাদ। চিয়ার্স!’

এরপর একটি ক্যান থেকে নিজের জুতায় বিয়ার ঢেলে পান করেন তিনি।

২০১৭ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে ২০২৫ সালে অবসর গ্রহণ পর্যন্ত মোট দুই মেয়াদে এমপির দায়িত্ব পালন করেন তিনি। 

এদিকে তার এ ঘটনায় পার্লামেন্টে ‘হাস্যরসের’ পরিবেশ তৈরি হয়। অনেকেই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। আবার কেউ কেউ এ ঘটনায় বিরক্তি প্রকাশ করেন।

পরিষদের সভাপতি আলানা ক্লোহেসি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলেন, ‘সম্মানিত সদস্য, আপনি পরিষদের মর্যাদা ক্ষুণ্ন করেছেন। আমি ধরে নিচ্ছি আপনার বক্তব্য শেষ।’

নিজের বিদায়ী বক্তৃতায় কাইল নিজেকে ‘অ্যাক্সিডেন্টাল পলিটিশিয়ান’—অর্থাৎ দুর্ঘটনাবশত রাজনীতিতে আসা একজন মানুষ হিসেবে অভিহিত করেন।

এ সময় তিনি সরকারের ওয়েস্টপোর্ট প্রকল্পের সমালোচনা করে বলেন, ‘বন্দরের স্বয়ংক্রিয়করণ একটি প্রহসন ও ঠাট্টা।’

উল্লেখ্য, ওয়েস্টপোর্ট প্রকল্প হলো অস্ট্রেলিয়ান সরকারের কনটেইনার বাণিজ্য ফ্রিমান্টেল থেকে ক্যুইনানে প্রতিস্থাপনের উদ্যোগ।

রূপালী বাংলাদেশ

Link copied!