বিশ্ববিখ্যাত প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের কর্মীরা অভিযোগ করেছেন, কোম্পানির ইমেইল সার্ভিস আউটলুকে ‘প্যালেস্টাইন’, ‘গাজা’, ‘গণহত্যা’, ‘বর্ণবাদ’ ও ‘IOF of Azure’ শব্দসমূহ ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।
শব্দগুলো ব্যবহারের পর ইমেইলগুলো প্রেরিত না হয়ে আটকে যাচ্ছে এবং এসব কর্মকাণ্ড নজরে রাখছে কোম্পানির মানবসম্পদ বিভাগ ও তৃতীয়পক্ষ পর্যবেক্ষক সিএনবিসি।
সূত্র মতে, বুধবার (২১ মে) দুপুরের ঠিক আগে মাইক্রোসফট কর্মীরা প্রথম এই পরিবর্তন লক্ষ্য করেন।
একাধিক কর্মী জানিয়েছেন, তারা সফলভাবে একটি সাধারণ কাজ-সম্পর্কিত ইমেইল পাঠালেও কিছুক্ষণ পর একই ইমেইল ‘ব্লকড’ হতে থাকে। পরে খুঁজে দেখা যায়, ইমেইলের স্বাক্ষরে থাকা ‘বর্ণবাদ’ (Racism) শব্দটির কারণেই মেসেজটি আটকে গিয়েছিল।
একজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে আমি একটি ইমেইল পাঠাই। দুপুর নাগাদ দেখি আমার মেসেজগুলো পাঠানো যাচ্ছে না। মনে হচ্ছে আমার স্বাক্ষরে থাকা শব্দগুলোর জন্য এমনটা হচ্ছে।’
সিএনবিসির হাতে আসা অভ্যন্তরীণ বার্তা বোর্ডে কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে সরাসরি প্রশ্ন করেছেন, ‘কেন ‘ইসরায়েল’ শব্দটি ব্যবহার করা গেলেও ‘প্যালেস্টাইন’, ‘গাজা’ বা ‘গণহত্যা’ শব্দগুলো ব্লক হচ্ছে?’
এক কর্মী জানান, তারা শব্দ বিকৃত করে যেমন—‘P4lestine’ লিখে মেসেজ পাঠাতে সক্ষম হয়েছেন, যা সেন্সরশিপকে স্পষ্ট করে তুলে ধরেছে।
অন্য এক কর্মীর প্রশ্ন, ‘মাইক্রোসফট কি তার দীর্ঘদিনের অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ (Inclusivity Initiative) পরিত্যাগ করছে? না কি কেবলমাত্র ফিলিস্তিনি কর্মীদের ও সমর্থকদের নির্দিষ্টভাবে টার্গেট করা হচ্ছে?’
এ বিষয়ে মাইক্রোসফট কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। সিএনবিসি বা অন্যান্য সংবাদমাধ্যমে কোম্পানির মুখপাত্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি।
আপনার মতামত লিখুন :