ইরান-ইসরায়েলের চলমান যুদ্ধে বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। শনিবার (১৪ জুন) ভোররাতে ইরানের আকাশসীমায় তৃতীয় একটি ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানি সেনাবাহিনী (আর্তেশ)।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, ভূপাতিত বিমানের এক নারী পাইলট প্যারাস্যুটে করে বেরিয়ে এলে তাকে জীবিত আটক করা হয়েছে।
ইরান জানায়, যুক্তরাষ্ট্রে তৈরি অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান এফ-৩৫ তেহরান ও অন্যান্য পারমাণবিক স্থাপনায় হামলার মিশনে অংশ নিয়েছিল। এই হামলার লক্ষ্যবস্তু ছিল পারমাণবিক কেন্দ্র নাতানজসহ বেশ কিছু সেনাঘাঁটি।
ইরানি সংবাদমাধ্যমের ভাষ্য অনুযায়ী, এটি ইতিহাসের দ্বিতীয়বারের মতো যুদ্ধক্ষেত্রে কোনো স্টিলথ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা। এর আগে ১৯৯৯ সালে সার্বিয়ার আকাশে যুক্তরাষ্ট্রের এফ-১১৭ নাইটহক ভূপাতিত হয়েছিল।
এদিকে খাতামুল-আম্বিয়া প্রতিরক্ষা কেন্দ্রের কমান্ডার বলেছেন, ‘ইরানি প্রতিরক্ষা বাহিনী এখন পর্যন্ত পাঁচটি ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস করতে সফল হয়েছে, যার মধ্যে একটি ইরানের আকাশসীমায় ছিল।
খাতামুল-আম্বিয়া প্রতিরক্ষা কেন্দ্রের ভাষ্যমতে, ইহুদিবাদী ইসরায়েলের একজন পাইলট এখন ইরানি সেনাবাহিনীর হাতে বন্দি রয়েছে।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের বেশ কিছু পোস্টে দেখা যাচ্ছে- গত ২ দিনে ৫ ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান। এসব যুদ্ধবিমান আমেরিকার তৈরি যা ইসরায়েল সামরিক বাহিনী ব্যাবহার করে থাকে।
ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের ঘটনায় এক্স ব্যবহারকারীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘ইরান ইতিহাসের একমাত্র দেশ যারা যুদ্ধের প্রথম দিনেই বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান শিকার করতে এবং তার পাইলটকে বন্দি করতে সক্ষম হয়েছে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন