রায়ান তামের আনোয়ার হুশিয়েহ নামের এক ১৩ বছরের ক্ষুধার্ত শিশুকে তিনবার গুলি করে হত্যা করেছে ইসরায়েলি স্নাইপার।এমন ঘটনায় তোলপার শুরু হয়েছে পুরো বিশ্বে। চারদিকে চলছে আলোচনা সমালোচনার ঝড়। এ বছরের গণনায় ফিলিস্তিন পশ্চিম তীরে ৩০তম নিহত শিশু রায়ান।
শুক্রবার (২৭ জুন) কাতারভিত্তিক বার্তাসংস্থা আল জাজিরা জানায়, নিহতের ঘটনায় শিশু অধিকার গোষ্ঠীদের মাঝে ব্যাপক নিন্দা ও ক্ষোভ প্রকাশের ঝড় বইছে।
একটি শীর্ষস্থানীয় শিশু অধিকার গোষ্ঠী জানিয়েছে, গত বুধবার বিকেলে অধিকৃত পশ্চিম তীরের আল-ইয়ামুনে ইসরায়েলি সামরিক অনুপ্রবেশের সময় দেয়ালের উপর দিয়ে উঁকি দেওয়ার পর রায়ান তামের আনোয়ার হুশিয়েহ স্নাইপারের হাতে নিহত হন।

ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল-প্যালেস্টাইন (ডিসিআই-পি) জানিয়েছে, ১৩ বছর বয়সী এই বালক ‘ওমর ইবনে আল-খাত্তাব মসজিদের কাছে একটি গলিতে পাথরের দেয়ালের উপর দিয়ে ইসরায়েলি বাহিনী পর্যবেক্ষণ করার জন্য তাকিয়েছিল’ এবং ৫০ থেকে ৬০ মিটার (১৬৪ থেকে ১৯৬ ফুট) দূর থেকে স্নাইপার তাকে গুলি করে।
দলটি জানিয়েছে, তার ঘাড়, পেট এবং উরুতে গুলি লেগেছে।
এ ঘটনায় নিন্দা ও শোক প্রকাশ করে ডিসিআই-পির আয়েদ আবু একতাইশ এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি সৈন্যরা রায়ানের নিজ শহরে প্রবেশ করেছে, দ্বিতীয়বার চিন্তা না করেই তাকে হত্যা করেছে এবং কাউকে দায়ী করা হবে না। আজ এটি ফিলিস্তিনি শৈশব।
ডিসিআই-পি আরও জানিয়েছে, রায়ানের হত্যাকাণ্ড এ বছর এখন পর্যন্ত দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ৩০তম ফিলিস্তিনি শিশু।

-20250627092001.webp)
-20250627084610.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন