ভারতের উত্তর প্রদেশে বিয়ে করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বরসহ একই পরিবারের মোট ৮ সদস্যের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে সম্ভাল জেলার জেভানাই গ্রামে জনতা ইন্টার কলেজের কাছে বরযাত্রীবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা দেয়ালে ধাক্কা খায় ও পরে উল্টে যায়। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
জানা গেছে, প্রাইভেট গাড়িটিতে ১০ জন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কনের বাড়িতে যাচ্ছিল। গাড়িটির বেপরোয়া গতিতে চলছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনাস্থলেই বর সুরজ নিহত হন। সম্ভালের হর গোবিন্দপুর গ্রাম থেকে পার্শ্ববর্তী বুদাউন জেলার সির্তৌলে কনের গ্রামে যাচ্ছিলেন তারা।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে জীবিত উদ্ধার করা আরও তিনজন আহত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বেঁচে যাওয়া দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের আলিগড়ের একটি চিকিৎসা কেন্দ্রে রেফার করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনকারী অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) অনুকৃতি শর্মা বলেন, এসইউভিটি নিয়ন্ত্রণ হারিয়ে জনতা ইন্টার কলেজের দেয়ালে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ এবং মেডিকেল দল তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। পাঁচজনকে মৃত অবস্থায় জেওয়ানাই কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়।
দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 
                             
                                    -20250705132852.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
       -20251101005633.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন