ভারতের পুণে শহরে ‘স্লিপ ইন্টার্নশিপ’ নামে অভিনব এক প্রতিযোগিতায় অংশ নিয়ে টানা দুই মাস প্রতিদিন ৯ ঘণ্টা ঘুমিয়ে ৯.১ লাখ টাকা জিতেছেন পূজা মাধবওবহাল নামে এক তরুণী।
ওয়েক ফিট নামে একটি সংস্থার প্রতিযোগিতায় পূজার সঙ্গে আরও ১৪ জন প্রতিযোগী ছিলেন, যাদের প্রত্যেকেই পেয়েছেন ১ লাখ টাকা করে সম্মাননা।
‘স্লিপ ইন্টার্নশিপ’ হলো একধরনের ঘুমভিত্তিক গবেষণামূলক প্রতিযোগিতা। নির্বাচিত ১৫ জন প্রতিযোগীকে দুই মাস প্রতিদিন ৯ ঘণ্টা ঘুমানোর চ্যালেঞ্জ নিতে হয় নির্দিষ্ট কিছু নিয়ম মেনে। প্রতিযোগীদের একটি মনিটরড ঘরে রাখা হয়, যেখানে ঘুমের ওপর নজর রাখে বিশেষজ্ঞ টিম ও প্রযুক্তি। ঘুমের সময়, হার্টবিট, স্ট্রেস লেভেল পর্যবেক্ষণ করে শেষে একজনকে বেছে নেওয়া হয় বিজয়ী হিসেবে।
এ প্রতিযোগিতায় প্রতিযোগীর বয়স কমপক্ষে ২২ বছর হতে হয়। যে-কেউ একবারই আবেদন করতে পারবেন। আবেদনপত্রে কোনো ভুল তথ্য থাকলে প্রতিযোগীকে বাদ দেওয়া হয়। আবেদনকারীদের মেসেজ, ই-মেইল, ফোন করে সব আপডেট দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :