ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতা মহাত্মা গান্ধীর বিরল তৈলচিত্র লন্ডনের এক নিলামে প্রায় ১ লাখ ৫২ হাজার ৮০০ পাউন্ডে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা। সংবাদমাধ্যম বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান বনহ্যামসের পক্ষ থেকে জানানো হয়, তৈলচিত্রটি ৫০ হাজার থেকে ৭০ হাজার পাউন্ডে বিক্রি হবে বলে অনুমান করা হচ্ছিল। তবে সেটি অনুমানের চেয়েও অনেক বেশি দামে বিক্রি হয়েছে।
তৈলচিত্রটি ১৯৩১ সালে ব্রিটিশ শিল্পী ক্লেয়ার লেইটন আঁকেন, যখন গান্ধী লন্ডনে দ্বিতীয় গোলটেবিল কনফারেন্সে অংশ নিতে গিয়েছিলেন। সেই কনফারেন্সে ভারতের সাংবিধানিক সংস্কার ও স্বায়ত্তশাসনের দাবি নিয়ে আলোচনা হয়। বনহ্যামস-এর মতে, এটি সম্ভবত একমাত্র তৈলচিত্র, যার জন্য গান্ধী স্বেচ্ছায় পোজ দিয়েছিলেন।
বনহ্যামস জানায়, ক্লেয়ার লেইটন ছিলেন খুব অল্প কয়েকজন শিল্পীর একজন, যাকে গান্ধীর ব্যক্তিগত কার্যালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল এবং যিনি একাধিকবার গান্ধীর সঙ্গে বসে তার ছবি আঁকার সুযোগ পেয়েছিলেন।
চিত্রকর্মটি ১৯৮৯ সালে শিল্পীর মৃত্যুর আগ পর্যন্ত ব্যক্তিগত সংগ্রহেই ছিল। পরে এটি তার পরিবারের মাধ্যমে সংরক্ষিত থাকে।
গান্ধী অহিংস আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এবং তার আদর্শ বহু মানুষকে অনুপ্রাণিত করেছে। অধিকাংশ ভারতীয়ই তাকে জাতির পিতা হিসেবে অভিহিত করেন।
চিত্রকর্মটি কে কিনেছেন, তা প্রকাশ করেনি বনহ্যামস এবং এটি প্রদর্শিত হবে কি না, তাও জানা যায়নি।
আপনার মতামত লিখুন :