সারা দেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে মোট ১৬ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এ বরাদ্দ ‘শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান’ উপলক্ষে দেওয়া হয়েছে।
এই অনুষ্ঠান পালনের জন্য দেশে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দ ধরা হয়েছে ২৫০০ টাকা করে।
বুধবার (১৬ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বরাদ্দকৃত এই অর্থ ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের ‘অনুষ্ঠান/উৎসবাদি’ খাত থেকে মেটানো হবে।
এতে আরও বলা হয়, ‘শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান’ উপলক্ষে সারা দেশে মোট ১৬ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা সংশ্লিষ্ট উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর বরাদ্দ ও মঞ্জুরি প্রদান করা হয়েছে।’
এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে বেশ কিছু শর্তারোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে:
- সরকারি বিধি মোতাবেক ব্যয় করতে হবে।
- শুধু 'শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান' পালনের উদ্দেশ্যেই ব্যবহার করা যাবে। অন্য কোনো উদ্দেশ্যে এই অর্থ ব্যয় করা যাবে না।
- কোনোপ্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
- অব্যয়িত অর্থ ২০২৬ খ্রিষ্টাব্দের ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে সমর্পণ করতে হবে।
এই সিদ্ধান্তের ফলে দেশব্যাপী সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শিশু শহীদদের স্মরণে’ বিশেষ অনুষ্ঠান আয়োজনে সুবিধা হবে বলে জানিয়েছেন অধিদপ্তর।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান গণমাধ্যমকে জানান, জুলাই অবদানকে হৃদয়ে ধারণ করার জন্য তার অধিদপ্তর থেকে অনেকগুলো কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এর মধ্যে একটি হচ্ছে, দেশের প্রতিটি প্রাইমারি স্কুলে আগামী ২৪ জুলাই একযোগে শিশুদের গান, কবিতা, নাচ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে জুলাই বিপ্লবের অনুষ্ঠান পালন করা।
তিনি বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানের গল্প শুনতে পারবে এবং ভবিষ্যতে এটা তাদের কাজে লাগবে।
তিনি আরও বলেন, অনুষ্ঠানগুলোতে দেশের ৬৫ হাজার স্কুলে প্রায় এক কোটি শিশু উপস্থিত থাকবে।
আপনার মতামত লিখুন :