দীর্ঘ ১৬ বছর পর আবারও চালু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এ বছরের ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ১৫ জুলাই অনুষ্ঠিত নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ বছর বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
পরীক্ষায় চারটি বিষয় থাকবে—বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান। প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং মোট সময় ২ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে।
সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। প্রথম সাময়িক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পঞ্চম শ্রেণির সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।
২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হওয়ার পর ঐ বছরের পর থেকে বন্ধ হয়ে যায় পুরোনো ধারার বৃত্তি পরীক্ষা।
তবে অন্তর্বর্তী সরকার আবারও সেই পরীক্ষা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই বৃত্তি পরীক্ষায় বসবে দেশের লাখো প্রাথমিক শিক্ষার্থী।
আপনার মতামত লিখুন :