শেরপুর জেলা প্রশাসক (ডিসি) অফিসের চালকের ব্যক্তিগত প্রাইভেটকার থেকে ৩০২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার বিকেলে ময়মনসিংহ নগরীর শিকারীকান্দা মোড় সংলগ্ন এলাকা থেকে মদসহ প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ। ওসি জানান, নগরীর শিকারীকান্দা মোড় সংলগ্ন এলাকা থেকে একটি সাদা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২২-১১৮৯) আটক করে ১৩টি বস্তা থেকে ৩০২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। প্রাইভেটকারটির মালিক মো. শফিকুল ইসলাম এবং তিনি শেরপুর জেলা প্রশাসক (ডিসি) অফিসের একজন ড্রাইভার বলে জানতে পেরেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :