দুদকের করা মামলায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার (এলএ) সাবেক সার্ভেয়ার মো. সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বুধবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, ঘুষের নগদ ৮ লাখ ৭ হাজার টাকা ও ঘুষ বাবদ বিভিন্ন জমির মালিকের কাছ থেকে নেওয়া ৯১ লাখ ৮৩ হাজার টাকার চেকসহ দুদকের হাতে ধরা পড়েন নজরুল ও জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী তছলিম উদ্দিন। এ ঘটনায় দুদক মামলা করে। ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর এই ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিলের সময় সাবেক সার্ভেয়ার মো. সেলিমকেও আসামি করে দুদক। পরে হাইকোর্ট থেকে জামিন নেন সেলিম। জামিনের মেয়াদ শেষে বুধবার আদালতে হাজির হলে বিচারক সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আপনার মতামত লিখুন :