মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন সংক্রান্ত অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন আইনে অঙ্গ দানের পরিধি বাড়ানোর পাশাপাশি দেশে বৈধভাবে অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত আইন হালনাগাদ করে ‘মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন সংক্রান্ত অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘নতুন আইনে অঙ্গ দানের পরিধি বৃদ্ধি পেয়েছে। এখন শুধু নিকটাত্মীয় নয়, অন্যান্য আত্মীয় যেমন ভাতিজা-ভাগনেও অঙ্গ দান করতে পারবেন। মৃত্যুর পরও দেহ দানের মাধ্যমে অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ তৈরি হয়েছে, যা চিকিৎসাক্ষেত্রে বড় অগ্রগতি।’
শফিকুল আলম আরও বলেন, ‘আগে কিডনি প্রতিস্থাপনের জন্য অনেককে বিদেশে যেতে হতো। এখন দেশের হাসপাতালগুলোতেই তা করা যাবে। এই অধ্যাদেশ দেশের চিকিৎসা সেবায় যুগান্তকারী পরিবর্তন আনবে বলে সরকার মনে করে।’
তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে সংশ্লিষ্ট হাসপাতাল ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে আন্তর্জাতিক মান অনুসরণ করে আইনের খসড়া তৈরি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা আইনে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে।
বৈঠকে উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ও নাঈম আলী উপস্থিত ছিলেন।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন