স্থবির হয়ে পড়া শান্তি আলোচনাকে নতুন গতি দিতে রাশিয়ার সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছে ইউক্রেন। শনিবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের নবনিযুক্ত সচিব রুস্তেম উমেরভ রুশ প্রতিনিধিদের কাছে এই প্রস্তাব দেন।
সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে রোববার এ খবর জানানো হয়েছে।
জেলেনস্কি তার জাতির উদ্দেশে দেওয়া এক বক্তব্যে বলেন, ‘যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় সবকিছু করা উচিত। রাশিয়াকে সিদ্ধান্ত এড়িয়ে যাওয়া বন্ধ করতে হবে। টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব পর্যায়ে একটি বৈঠক জরুরি।’
এদিকে রাশিয়ার পক্ষ থেকে এই প্রস্তাবের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সাবেক প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ গত সপ্তাহে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ পান। তিনি এর আগে চলতি বছরের শুরুর দিকে তুরস্কে অনুষ্ঠিত দুটি শান্তি আলোচনার নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে কেবল বন্দি ও সৈন্যদের মরদেহ বিনিময় নিয়ে কিছুটা অগ্রগতি হয়েছিল।
সেই আলোচনায় রাশিয়া বিভিন্ন শর্ত উপস্থাপন করে, যার মধ্যে ইউক্রেনের চারটি অঞ্চল ছেড়ে দেওয়া এবং পশ্চিমা সামরিক সহায়তা প্রত্যাখ্যান করার দাবি ছিল, যা ইউক্রেনের কাছে গ্রহণযোগ্য ছিল না।
তবে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ‘আলোচনায় আরও গতি আনা দরকার’—এই বক্তব্যের সঙ্গে মস্কো একমত।
এই অবস্থানের পরিবর্তন এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে চাপ প্রয়োগের পর। ট্রাম্প শুরুর দিকে রাশিয়ার প্রতি কিছুটা নমনীয় মনোভাব দেখালেও এবার কঠোর বার্তা দিয়েছেন।
এই সপ্তাহে তিনি মস্কোকে যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য ৫০ দিনের সময়সীমা দিয়েছেন। নাহলে ১০০ শতাংশ শুল্ক এবং রাশিয়ার তেল কেনা দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। সেইসঙ্গে তিনি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
আপনার মতামত লিখুন :