নারায়ণগঞ্জ আদালত চত্বরে বাদীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ছয় আসামি জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুমের আদালত এ জামিন দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খান।
জামিনপ্রাপ্তরা হলেন: অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, হিরন, রাসেল ব্যাপারী, খোরশেদ আলম, আল আমিন এবং বিল্লাল হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, আদালত চত্বরে সন্তানের সামনে মা-বাবাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার আসামি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ছয়জন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন দেন। এ সময় পুলিশ কোনো রিমান্ডের আবেদন করেনি।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, ‘আমি ওই ঘটনায় উপস্থিত ছিলাম না। তারপরও মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হয়েছে। আমি আদালতে আত্মসমর্পণ করলে আদালত আমাকে জামিন দিয়েছে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন