বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১২:৩৬ এএম

ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যালে মিডিয়া অ্যাক্রিডেশনের আবেদন শুরু 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১২:৩৬ এএম

ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি ২০২৫-এর লোগো। ছবি- সংগৃহীত

ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি ২০২৫-এর লোগো। ছবি- সংগৃহীত

রাশিয়ায় অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি ২০২৫’ এ গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণের জন্য মিডিয়া অ্যাক্রিডেশন তথা অনুমোদনপত্র আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার (৩০ জুলাই) থেকে শুরু হওয়া আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। 

ফেস্টিভ্যাল কার্যালয়ের প্রেস সার্ভিস বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রূপালী বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করা হয়। 

এতে বলা হয়েছে, রাশিয়ান গণমাধ্যমের পাশাপাশি বিদেশি ব্লগার এবং অন্যান্য মিডিয়া প্রতিনিধিরাও অ্যাক্রিডেশনের জন্য আবেদন করতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলির অনুষ্ঠান স্থলে একটি আন্তর্জাতিক ‘প্রেস সেন্টার’ স্থাপন করা হবে। সেখানে সাংবাদিকদের জন্য আলাদা কর্মক্ষেত্র এবং ‘প্রেস এরিয়া’ থাকবে। অংশীদার মিডিয়া প্রতিষ্ঠানের জন্য থাকবে বিশেষ স্টুডিও, যেখানে রেকর্ডিং ও সম্প্রচারের সুযোগ থাকবে। সাংবাদিক এবং ব্লগাররা এই আন্তর্জাতিক যুব উৎসবের সব কার্যক্রম ঘুরে দেখতে পারবেন এবং বক্তা, অংশগ্রহণকারী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যাল কার্যালয়ের এক্সটার্নাল কমিউনিকেশন বিভাগের উপ-মহাপরিচালক ভাখতাং খিখলানজে জানান, অনুমোদন প্রক্রিয়া শুরু হওয়ার অনেক আগেই নানা দেশের মিডিয়ার পক্ষ থেকে অ্যাসেম্বলির খবর সংগ্রহের ব্যাপারে ব্যাপক আগ্রহ প্রকাশ করা হয়েছে। তিনি দ্রুত আবেদন জমা দেওয়ার জন্য সাংবাদিক এবং ব্লগারদের আহ্বান জানিয়েছেন।

 তিনি বলেন,‘সাংবাদিকদের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করতে আমরা বদ্ধপরিকর। বিদেশি ও রাশিয়ান মিডিয়ার প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ আয়োজনগুলোতে বিশেষ প্রবেশাধিকার পাবেন, শীর্ষ বক্তাদের সাক্ষাৎকার নিতে পারবেন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলতে পারবেন। প্রেস সেন্টারে সাংবাদিকদের সহযোগিতায় থাকবে মিডিয়া স্বেচ্ছাসেবকরা। আমরা রাশিয়ান ও বিদেশি সাংবাদিক ও ব্লগারদের ২০২৫ সালের এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যুব আয়োজন কাভার করতে আমন্ত্রণ জানাচ্ছি।’

প্রসঙ্গত, ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি আগামী ১৭ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার নিঝনি নভগোরদে অনুষ্ঠিত হবে। এতে ১৪ থেকে ৩৫ বছর বয়সী দুই হাজার যুব নেতা অংশ নেবেন,যাদের মধ্যে অর্ধেক রাশিয়া থেকে এবং বাকি অর্ধেক বিশ্বের অন্যান্য দেশের প্রতিনিধিত্ব করবেন। এই ইভেন্টে অংশ নেবেন গণমাধ্যম, সৃজনশীল শিল্প, ক্রীড়া, শিক্ষা ও বিজ্ঞান, সরকারি প্রশাসন, উদ্যোক্তা এবং আইটি খাতের প্রতিনিধিরা। বিদেশি মিডিয়া ও ব্লগাররা এই লিঙ্কে গিয়ে অ্যাক্রিডেশনের আবেদন করতে পারবেন -https://wyffest.reg.events/en/press/

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!