ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ ও মানবিক সংকট নিরসন এবং যাদের প্রাপ্য তাদের কাছে সহায়তা পৌঁছালেই তারা তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি আলোচনায় বসতে প্রস্তুত।
টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে হামাস এই অবস্থান স্পষ্ট করেছে।
বিবৃতিতে হামাস বলেছে, ক্ষুধা আর দুর্ভিক্ষের ছায়ায় কোনো আলোচনাই অর্থবহ নয়। এতে আলোচনা তার কার্যকারিতা হারায়।
বিশেষ করে যখন ইসরায়েল গত সপ্তাহে কোনো কারণ ছাড়াই আলোচনার টেবিল থেকে উঠে গেছে। হামাস আরও জানায়, সেই সময় তারা একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছিল।
গত সপ্তাহে হামাস একটি গঠনমূলক ও ইতিবাচক যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিলেও, ইসরায়েল আলোচনায় অংশ না নিয়েই বেরিয়ে আসে।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র হামাসকে অসৎ ও অবিশ্বাসযোগ্য পক্ষ হিসেবে আখ্যা দিয়ে জানায়, তারা কেবল আলোচনার মাধ্যমে নয়, অন্যান্য উপায়েও যুদ্ধ বন্ধের পথ খুঁজছে।
তবে মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতার বলছে, সর্বশেষ দফার আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল।
হামাসের এই বক্তব্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নতুন করে আলোচনায় এলেও, তা মানবিক সহায়তার বাস্তব প্রাপ্তি এবং ফিলিস্তিনিদের জীবনরক্ষার অগ্রাধিকারের সঙ্গে জড়িত বলে তারা পরিষ্কার করেছে।
আপনার মতামত লিখুন :