সৌদি আরবের মদিনায় মসজিদে নববীর কাছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সৌদি সেনারা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রুশ সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, মসজিদে নববীর কাছে ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয় এবং বিস্ফোরণের অভিঘাতে আশপাশ কেঁপে ওঠে। মসজিদে নববী প্রশাসন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। এক ভিডিওতে দেখা যায়, ভোর ৫টা ৪৩ মিনিটে আকাশে হঠাৎ একটি উজ্জ্বল বস্তু বিস্ফোরিত হয়, যা মুহূর্তেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
সাক্ষীরা জানিয়েছেন, ফজরের নামাজের সময় মসজিদ আল শোহাদায় উপস্থিত মুসল্লিরা বিস্ফোরণের শব্দ শুনতে পান। নামাজ শেষে বাইরে বের হলে মসজিদের কাছেই জ্বলন্ত ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। আরেকজন বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমি মদিনায় বিকট শব্দ শুনেছি। আলহামদুলিল্লাহ, ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে।’
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে সৌদি আরবের ভেতর দিয়ে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই সৌদি প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করতে সক্ষম হয়। তবে চলতি বছরের এপ্রিলে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি ভূখণ্ডে গিয়ে পড়েছিল।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরুর কয়েক সপ্তাহ পর থেকে হুতিরা লোহিত সাগর ও এর আশপাশের এলাকায় ইসরায়েল ও মিত্র দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলার পাশাপাশি ইসরায়েলের ভেতরেও হামলা চালানো শুরু করে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ২০২৪ সালের ১৯ জানুয়ারি লোহিত সাগরে আক্রমণ বন্ধ করেছিল হুথিরা। তবে গত মার্চে গাজায় নতুন করে আগ্রাসন শুরুর পাশাপাশি মানবিক সহায়তা আটকে দেওয়ার ঘটনায় আবারও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে গোষ্ঠীটি।
Alleged downing of Houthi missile over Medina, Saudi Arabia
— RT (@RT_com) September 12, 2025
The air defenses intercept projectile bound for Israel pic.twitter.com/kAzRr7z6f4
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন