বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০১:৩৩ পিএম

কালো হয়ে যাচ্ছে লালকেল্লা, গবেষকদের সতর্কবার্তা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০১:৩৩ পিএম

মুঘল সম্রাট শাহজাহান নির্মিত লালকেল্লা। ছবি- সংগৃহীত

মুঘল সম্রাট শাহজাহান নির্মিত লালকেল্লা। ছবি- সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির ভয়াবহ বায়ুদূষণের কারণে ঐতিহাসিক লালকেল্লার দেয়ালে কালো আবরণ তৈরি হয়েছে বলে এক গবেষণায় জানা গেছে। ১৭শ শতকের এই মুঘল স্থাপত্যের ওপর বায়ুদূষণের প্রভাব নিয়ে এটিই প্রথম বিস্তৃত গবেষণা। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

গবেষকরা বলছেন, দূষিত বাতাসের রাসায়নিক উপাদান ও লাল বেলেপাথরের দেয়ালের মিথষ্ক্রিয়ায় এই স্তর জমে ০.০৫ মিলিমিটার থেকে ০.৫ মিলিমিটার পুরু হয়েছে। সময়মতো ব্যবস্থা না নিলে এটি লালকেল্লার সূক্ষ্ম কারুকাজের ক্ষতি করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারত ও ইতালির গবেষকরা দিল্লির বায়ুর মানের তথ্য বিশ্লেষণ করেন এবং লালকেল্লার বিভিন্ন দেয়াল থেকে কালো আবরণ সংগ্রহ করে এর রাসায়নিক গঠন পরীক্ষা করেন।

গবেষণায় দেখা গেছে, বাতাসের সূক্ষ্ম ধূলিকণা ও অন্যান্য দূষক উপাদান কেল্লার দেয়ালে জমে কালো স্তর তৈরি করছে এবং খিলান, গম্বুজ ও সূক্ষ্ম পাথরের কারুকাজসহ স্থাপত্যের অন্যান্য অংশের ক্ষতি করছে। দেয়ালের ওপর ফোস্কা ও খোসা ওঠার চিহ্নও মিলেছে।

গবেষণায় বলা হয়েছে, ‘কালো আবরণ গঠনের প্রক্রিয়া ধাপে ধাপে এগোয়, যা প্রথমে পাতলা স্তর হিসেবে দেখা দেয় এবং প্রাথমিক অবস্থায় এটি অপসারণ করা সম্ভব।’

গবেষকরা সময়মতো সংরক্ষণ কৌশল বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন। যেসব অংশে দূষণের প্রভাব বেশি, সেখানে পাথরের সিল্যান্ট প্রয়োগ করে কালো আবরণের গঠন ধীর করা বা প্রতিরোধ করা যেতে পারে বলে গবেষণায় সুপারিশ করা হয়েছে।

বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে একটি নয়াদিল্লি। বিশেষত শীতকালে বায়ুর মানের অবনতি নিয়ে প্রায়ই শিরোনামে থাকে শহরটি। বিশেষজ্ঞরা রাজধানী ও কয়েকটি রাজ্যের ঐতিহাসিক স্থাপনার ওপর দূষণের ক্ষতিকর প্রভাবের বিষয়ে দীর্ঘদিন ধরেই সতর্ক করছেন।

২০১৮ সালে ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছিল, বায়ু ও পানিদূষণের ফলে তাজমহলের সাদা মার্বেল হলদে ও সবুজাভ বাদামি রঙে রূপ নিচ্ছে। স্থাপত্যগুলো সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার জন্যও উত্তর প্রদেশ সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল।

মুঘল সম্রাট শাহজাহান নির্মিত লালকেল্লা দিল্লির অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা ও জনপ্রিয় পর্যটনকেন্দ্র। ১৯৪৭ সালের ১৬ আগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এখানেই জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। এরপর থেকে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীরা লালকেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে আসছেন।

Link copied!