বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০২:৩১ পিএম

গাজা নিয়ে জাতিসংঘের ভোট আজ, চাপে যুক্তরাষ্ট্র

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০২:৩১ পিএম

নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের বৈঠক। পুরোনো ছবি

নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের বৈঠক। পুরোনো ছবি

গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা বৃদ্ধির সর্বশেষ আহ্বানের ওপর ভোট করতে যাচ্ছে জাতিসংঘ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই ভোট হওয়ার কথা রয়েছে।

বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ সদস্যরা এই পদক্ষেপকে সমর্থন করেছে। ফলে গাজা ইস্যুতে চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র।

ভোটের জন্য প্রস্তুত খসড়াটি পর্যালোচনা করেছে বার্তা সংস্থা- এএফপি। এতে সাহায্যের প্রবেশাধিকার উন্মুক্ত করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সব পক্ষ ‘গাজায় অবিলম্বে, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি ও জিম্মিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির’ দাবি জানিয়েছে। এ নিয়ে নিউইয়র্কে নিরাপত্তা পরিষদের প্রধান কার্যালয়ে এই ভোট অনুষ্ঠিত হবে।

যদিও মার্কিন যুক্তরাষ্ট্র একাধিকবার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। গত জুন মাসেও ইসরায়েলকে সমর্থন করার লক্ষ্যে ভেটো প্রয়োগ করে দেশটি।

এ বিষয়ে একজন ইউরোপীয় কূটনীতিক এএফপিকে বলেন, ‘সর্বশেষ প্রচেষ্টা হলো—মার্কিন ভেটোর হুমকির কাছে নতি স্বীকার করতে অস্বীকৃতি জানানো।’

তিনি বলেন, ‘চেষ্টা না করাই যুক্তরাষ্ট্রের কাজকে খুব সহজ করে তুলবে।’

‘কারণ তাদের এর ন্যায্যতা প্রমাণ করতে হবে না এবং কাউন্সিলের ১৪ সদস্য ও বিশ্ব জনসাধারণের মুখোমুখি হতে হবে না।’ 

এই কূটনীতিক আরও বলেন, ‘এটি মাঠে ফিলিস্তিনিদের খুব বেশি সাহায্য করবে না। কিন্তু অন্তত আমরা দেখাতে পারব যে, আমরা চেষ্টা করছি।’

এদিকে গত মঙ্গলবার প্রথমবারের মতো জাতিসংঘ-নির্ধারিত একটি আন্তর্জাতিক তদন্ত কমিশন তাদের স্বাধীন বিশ্লেষণ দিয়েছে। এতে ইসরায়েলকে ২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনিদের ‘ধ্বংস’ করার উদ্দেশ্যে গাজায় ‘গণহত্যা’ করার অভিযোগ আনা হয়েছে।

বিষয়টি আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠেয় বার্ষিক জাতিসংঘ শীর্ষ সম্মেলনের কেন্দ্রবিন্দুতে থাকবে।

Link copied!