জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেছেন, ‘গাজা কোনো যুদ্ধক্ষেত্র নয়। এর একপাশে সেনাবাহিনী আর অন্যপাশে নিরীহ বেসামরিক মানুষ—যারা গণহত্যার শিকার হচ্ছেন। গত শতকেও মানবসভ্যতা এমন বর্বরতা দেখেনি।’ সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
জাতিসংঘ সনদের উদ্দেশ্যকে সামনে এনে এরদোয়ান বলেন, ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করার জন্য জাতিসংঘ প্রতিষ্ঠিত হলেও আজ গাজার ভয়াবহ ঘটনায় তার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।’
তুরস্কের প্রেসিডেন্ট দাবি করেন, গাজায় টানা ৭০০ দিনেরও বেশি সময় ধরে গণহত্যা চলছে, যেখানে এখন পর্যন্ত ৬৫ হাজারেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। যার মধ্যে ২০ হাজারেরও বেশি শিশু। গত ২৩ মাস ধরে প্রতি ঘণ্টায় একটি শিশুর প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। এগুলো নিছক পরিসংখ্যান নয় বলে জানান তিনি।
জাতিসংঘের তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘ফিলিস্তিনিরা শুধু বোমা হামলায় নয়, দুর্ভিক্ষের অস্ত্রেও নিহত হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে অন্তত ৪২৮ জন অনাহারে মারা গেছে, যার মধ্যে ১৪৬ শিশু রয়েছে। আজ দুই-তিন বছরের শিশুরা হাত-পা ছাড়া বিকলাঙ্গ হয়ে পড়ছে—এটাই গাজার সাধারণ চিত্র।’
এরদোয়ান অভিযোগ করেন, ইসরায়েল সাংবাদিকদের চুপ করাতে ইচ্ছাকৃতভাবে ২৫০ জন সাংবাদিককে হত্যা করেছে এবং বাইরের সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করেছে। তবুও গণহত্যা আড়াল করা সম্ভব হয়নি বলে তিনি মনে করেন।
গাজা ছাড়াও ইসরায়েল সিরিয়া, ইরান, ইয়েমেন, লেবানন এবং সাম্প্রতিক সময়ে কাতারেও হামলা চালিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে বলে অভিযোগ করেন এরদোয়ান। তিনি বলেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শান্তিচুক্তি কিংবা বন্দিদের মুক্ত করার কোনো ইচ্ছাই পোষণ করেন না।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন