কাতারের দোহায় হামাস নেতাদের বিরুদ্ধে পরিচালিত বিমান হামলায় নিহত কাতারি নিরাপত্তা কর্মকর্তার পরিবারের কাছে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল। সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এর আগে সোমবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কাতারের কাছে এ হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে ইসরায়েল কখন এ ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছে, তা স্পষ্ট নয়।
ইসরায়েলের সংবাদমাধ্যম কান-এর প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের ঘটনা নতুন নয়। ২০১০ সালে একটি সহায়তাবাহী জাহাজে প্রাণঘাতী হামলার ঘটনায় ২০১৬ সালে তুরস্ককে ২ কোটি ডলার ক্ষতিপূরণ দিয়েছিল ইসরায়েল। ওই ক্ষতিপূরণ ছিল ছয় বছরের কূটনৈতিক অচলাবস্থার পর সম্পর্ক পুনঃস্থাপনের গুরুত্বপূর্ণ অংশ।
এদিকে, নেতানিয়াহুর এ দুঃখপ্রকাশে বিস্মিত হয়েছেন ইসরায়েলের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা। তারা আগে থেকে এ বিষয়ে অবগত ছিলেন না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন