মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৯:২১ এএম

গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৯:২১ এএম

হোয়াইট হাউসে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ছবি- সংগৃহীত

হোয়াইট হাউসে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ছবি- সংগৃহীত

ইসরায়েল-গাজা যুদ্ধের অবসান ও জিম্মিদের মুক্তির লক্ষ্যে সোমবার ২০ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘এটি যদি উভয় পক্ষ মেনে নেয়, যুদ্ধ সঙ্গে সঙ্গেই সমাপ্ত হবে।’

বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, ইসরায়েল সম্মতি দিলে ৭২ ঘণ্টার মধ্যে সব জিম্মিকে ফিরিয়ে দিতে হবে। এরপর ইসরায়েল যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ২৫০ বন্দি এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের পর আটক ১ হাজার ৭০০ গাজাবাসীকে মুক্তি দেবে।

পরিকল্পনায় বলা হয়েছে, শান্তিপূর্ণ সহাবস্থানে রাজি এবং অস্ত্র ত্যাগ করা হামাস সদস্যদের জন্য সাধারণ ক্ষমা থাকবে। যারা গাজা ছাড়তে চাইবে, তাদের নিরাপদে অন্য দেশে যেতে দেওয়া হবে।

এ ছাড়া, যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে জাতিসংঘ, রেড ক্রিসেন্টসহ নিরপেক্ষ সংস্থার মাধ্যমে গাজায় বিপুল মানবিক সহায়তা প্রবেশ করবে। এতে হাসপাতাল, অবকাঠামো, বেকারি পুনর্নির্মাণ এবং ধ্বংসস্তূপ সরাতে প্রয়োজনীয় যন্ত্রপাতি অন্তর্ভুক্ত থাকবে।

গাজা শাসনে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনিক সংস্থা ‘বোর্ড অব পিস’ গঠন করা হবে। ট্রাম্প নিজে এ বোর্ডের চেয়ারম্যান হবেন এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ অন্যান্য আন্তর্জাতিক নেতা এতে অন্তর্ভুক্ত থাকবেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, ‘নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধী।’

হোয়াইট হাউসের হিসাব অনুযায়ী, প্রায় দুই বছরের অভিযানে গাজায় ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশির ভাগ নারী ও শিশু। অঞ্চলটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, খাদ্য-পানি সংকট, রোগব্যাধি এবং গণবসতি স্থানচ্যুতি ভয়াবহ আকার ধারণ করেছে।

Link copied!