মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ১১:৫১ এএম

৫১ কর্মীকে নতুন গাড়ি উপহার দিয়ে প্রশংসায় ভাসছেন বস

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ১১:৫১ এএম

গাড়ি উপহারের দৃশ্য। ছবি- সংগৃহীত

গাড়ি উপহারের দৃশ্য। ছবি- সংগৃহীত

দীপাবলিকে আরও আলোকিত করে তুললেন উদ্যোক্তা ও সমাজকর্মী এম কে ভাটিয়া। উৎসবের আনন্দ ভাগ করে নিতে তিনি তার প্রতিষ্ঠানের ৫১ জন কর্মীকে উপহার দিয়েছেন একেকটি নতুন গাড়ি। মিটস হেলথকেয়ারের এ প্রতিষ্ঠাতা নিজেই কর্মীদের হাতে গাড়ির চাবি তুলে দেন।

এ নিয়ে টানা তৃতীয় বছর ধরে ভাটিয়া তার সহকর্মীদের গাড়ি উপহার দিচ্ছেন। লিংকডইনে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, গত দুই বছর আমরা আমাদের নিবেদিতপ্রাণ টিমকে গাড়ি উপহার দিয়ে উৎসব উদযাপন করেছি। এ বছরও সেই আনন্দের ধারাবাহিকতা বজায় থাকছে। আমি কখনো তাদের কর্মী বলিনি; তারা আমার জীবন সিনেমার রকস্টার সেলিব্রিটি, যারা প্রতিটি দৃশ্যকে ব্লকবাস্টার বানিয়ে দেয়।

ভাটিয়ার এই উপহার পর্ব শেষে আয়োজন করা হয় এক বিশেষ ‘কার গিফট র‍্যালি’। শোরুম থেকে শুরু হয়ে র‍্যালিটি পৌঁছে মিটস হাউস অফিসে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ ও টিমের আনন্দোচ্ছ্বাস।

কেন এমন দামি উপহার দেন তিনি, জানতে চাইলে ভাটিয়া জানান, আমার সহকর্মীরাই আমার ফার্মাসিউটিক্যাল ব্যবসার মূল শক্তি। তাদের কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠাই আমাদের সাফল্যের ভিত্তি। তাদের অনুপ্রেরণা জোগানোই আমার একমাত্র লক্ষ্য।

ভারতের চণ্ডীগড়ের পঞ্চকুলায় মিটস হেলথকেয়ার গড়ে তোলেন ভাটিয়া। সোশ্যাল মিডিয়ায় ভাটিয়ার এই মহৎ উদ্যোগ এখন ভাইরাল। অনেকেই প্রশংসা করেছেন তার উদারতা ও কর্মীদের প্রতি শ্রদ্ধাবোধকে। এক ব্যবহারকারী মজা করে লিখেছেন, আমি এটা আমার ম্যানেজারকে দেখালাম, তিনি বললেন—এটা নিশ্চয়ই এআই ভিডিও! আমাদের কোম্পানি তো শুধু এক বয়াম শুকনো ফল আর চারটা প্রদীপ দিয়েছে!

আরেকজন লিখেছেন, এটা সত্যিই এক অনুপ্রেরণাদায়ক। এমন বসই কর্মীদের পরিবারে পরিণত করতে পারেন।

আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, এম কে ভাটিয়া জি, আপনার মতো মানুষ আজকের সময়ে বিরল। আপনার উদারতা ও মানবিক গুণ সত্যিই ঈশ্বরপ্রদত্ত।

রূপালী বাংলাদেশ

Link copied!