শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০৭:১৮ পিএম

জেন-জি বিক্ষোভে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নাগরিকত্ব কেড়ে নিল মাদাগাস্কার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০৭:১৮ পিএম

আন্দ্রি রাজোয়ালিনা। ছবি- সংগৃহীত

আন্দ্রি রাজোয়ালিনা। ছবি- সংগৃহীত

মাদাগাস্কারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার নাগরিকত্ব বাতিল করেছে দেশটির নতুন শাসকগোষ্ঠী। নাগরিকত্ব বাতিলের আদেশে দেশটির নতুন প্রধানমন্ত্রী হেরিন্টসালামা বলেন, মাদাগাস্কারের আইনে দ্বৈত নাগরিকত্ব লাভের সুযোগ নেই। তাই দেশিয় আইন মেনে তার নাগরিকত্ব বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, এক দশক আগে গোপনে ফ্রান্সের নাগরিকত্ব লাভ করেন রাজোয়ালিনা। ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক মাস আগে নিজমুখে এ কথা স্বীকার করেন তিনি। ফলে প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থীতা বাতিলের দাবি ওঠে দেশজুড়ে। অভিযোগের জবাবে ছেলে-মেয়েদের পড়াশোনার সুবিধার্তে ফ্রান্সের নাগরিকত্ব নেওয়ার কথা জানান তিনি।

 ২০০৯ সালে একটি অভ্যুত্থানের পর ক্ষমতায় আসেন ৫১ বয়সী রাজোয়েলিনা। অভ্যুত্থানে প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানা ক্ষমতাচ্যুত হন। আন্তর্জাতিক চাপের কারণে ২০১৩ সালের নির্বাচনে অংশগ্রহণ না করার পর রাজোয়েলিনা ২০১৮ সালে পুনর্নির্বাচনে জয়ী হন। ২০২৩ সালে বিরোধীদের বর্জন করা বিতর্কিত নির্বাচনে পুনর্নির্বাচিত হন তিনি।

এর পর থেকেই প্রেসিডেন্টের প্রতি ক্ষোভ বাড়তে থাকে দেশটির সাধারণ জনগনের। চলতি মাসে বিদ্যুৎ ও পানির সংকটকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটিতে। জেনজিদের বিক্ষোভের অবশেষে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক এই প্রেসিডেন্ট। 

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ থাকার পরও ৩২ লাখ মানুষের দেশটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশের তালিকায় স্থান পেয়েছে। ২০২২ সালে দেশটির প্রায় ৭৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে ১৮০টি দেশের মধ্যে দেশটি ১৪০তম অবস্থানে রয়েছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!