পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ মনে করেন আফগানিস্তান শান্তি চায়। কিন্তু ইস্তাম্বুলে শনিবার (২৫ অক্টোবর) শুরু হওয়া আলোচনা ব্যর্থ হলে তা ‘উন্মুক্ত যুদ্ধে’ পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
পাক-আফগান আলোচনা চলবে আগামীকাল রোববার পর্যন্ত। সীমান্তে চলমান প্রতিহিংসার পুনরাবৃত্তি ঠেকানোর উদ্দেশ্যে আলোচনা করা হচ্ছে। এ খবর জানিয়েছে রয়টার্স।
ইস্তাম্বুল আলোচনাটি ২০২১ সালে তালেবানদের কাবুল দখলের পর থেকে সবচেয়ে বড় সীমান্ত-দাঙ্গার পর দুই পাশে সহিংসতার পুনরাবৃত্তি রোধে পাকিস্তান ও আফগান প্রতিনিধিদের সর্বশেষ প্রচেষ্টা। দেশগুলোর মধ্যে কয়েকদিন আগে দফায় দফায় গুলিতে চরম উত্তেজনা সৃষ্টি হওয়ার পরে দোহার মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি করা হয়েছিল, সেটি দীর্ঘমেয়াদি কার্যকর করাই এই বৈঠকের মূল লক্ষ্য।
টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে আসিফ বলেন, ‘চুক্তি স্বাক্ষরের পর চার–পাঁচ দিনে কোন ঘটনা ঘটেনি এবং উভয় পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে। আমাদের কাছে বিকল্প আছে। যদি কোনো চুক্তি না হয়, তাহলে তাদের সঙ্গে আমাদের খোলা যুদ্ধ শুরু হবে। কিন্তু আমি দেখেছি যে তারা শান্তি চায়।’
চলতি মাসের শুরুতে তালেবানদের বিরুদ্ধে ইসলামাবাদের অভিযোগের পর উত্তেজনা বাড়ে; ইসলামাবাদ দাবি করে যে তালেবান আফগানিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। আর কাবুল সেই অভিযোগ অস্বীকার করেছে।
পাকিস্তানের সামরিক অভিযানের মাধ্যমে আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে। উত্তপ্ত সংঘাতে পাকিস্তান সীমান্ত পেরিয়ে বিমান হামলা চালায় এবং তীব্র গোলাগুলিতে দুপক্ষেরই বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে; পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত পারাপার স্থগিত রাখা হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন