সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী ১৮ নভেম্বর সরকারি সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। সোমবার (৩ নভেম্বর) হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। দুই নেতার বৈঠকে প্রতিরক্ষা, প্রযুক্তি ও বিশেষ করে সেমি কনডাক্টর খাতে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। মে মাসে ট্রাম্পের সৌদি সফরের সময় দুই দেশ ১৪২ বিলিয়ন ডলারের ইনটেন্ট স্মারক স্বাক্ষর করেছিল, যার মধ্যে মার্কিন প্রতিরক্ষা শিল্পে সৌদি বিনিয়োগ অন্তর্ভুক্ত ছিল। এ ছাড়া আমেরিকান কোম্পানিগুলোকে সৌদি আরবে উন্নত সেমি কনডাক্টর চিপ রপ্তানি করার অনুমতি দেওয়ার সম্ভাব্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
গত সপ্তাহে সৌদি আরবের ‘হিউমেইন’ ও মার্কিন প্রতিষ্ঠান কোয়ালকম টেকনোলজিস একটি চুক্তি ঘোষণা করেছে। এর লক্ষ্য হলো সৌদি আরবকে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা। নতুন এই সহযোগিতা বিশ্বব্যাপী এআই পরিষেবা সরবরাহ করবে এবং প্রথম সম্পূর্ণরূপে অপ্টিমাইজড এজ-টু-ক্লাউড হাইব্রিড এআই প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
        
                            
                                    

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন