শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ১০:০০ পিএম

দুবাই এয়ার শোতে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ১০:০০ পিএম

দুর্ঘটনার দৃশ্য। ছবি - সংগৃহীত

দুর্ঘটনার দৃশ্য। ছবি - সংগৃহীত

দুবাইয়ের এয়ারশোতে সমবেত দর্শকদের হতবাক করে দিয়ে ভেঙে পড়েছে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান তেজস। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২ টা ১৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। সেই মুহূর্তের ভিডিওতে যুদ্ধবিমানটিকে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়তে দেখা যায়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানে। দুর্ঘটনাস্থল থেকে উড়তে দেখা যায় ঘন কালো ধোঁয়া। মৃত্যু হয়েছে পাইলটের।

‘হিন্দুস্তান এরোনটিক্‌স লিমিটেড’ (হ্যাল)-এর তৈরি যুদ্ধবিমান তেজস ‘এয়ার শো’তে উপস্থিত দর্শকদের সামনে নিজস্ব উড্ডয়ন সক্ষমতা দেখাচ্ছিল। সে সময়েই ভেঙে পড়ে বিমানটি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’-এর তৈরি তেজস বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। একক ইঞ্জিনযুক্ত, বহু কার্যক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান এটি।

এই যুদ্ধবিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে মাটিতেও হামলা চালাতে সক্ষম। কী কারণে বিমানটি ভেঙে পড়েছে, তা এখনও স্পষ্ট নয়।

প্রত্য়ক্ষদর্শীরা বলছেন, ওড়ার পর ৮ থেকে ৯ মিনিটের মধ্যেই মাটিতে আছড়ে পড়ে যুদ্ধবিমানটি। দুই বছরের মধ্যে এটি তেজসের দ্বিতীয় দুর্ঘটনা। ভারতীয় বিমান বাহিনী বিমান বিধ্বস্তের ঘটনায় একটি ‘কোর্ট অফ ইনকোয়ারি’র নির্দেশ দিয়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, হয় যুদ্ধবিমানটি মাটির খুব কাছাকাছি চলে এসেছিল কিংবা বিমানটি যে কৌশল দেখাচ্ছিল সেটি পূর্ণ করার জন্য যে গতি থাকা উচিত ছিল, সেই গতিতে ছিল না বিমানটি। ইঞ্জিনে আগুন লাগার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা।

দুবাইয়ের ‘এয়ার শো’ বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক ‘এয়ার শো’গুলির মধ্যে একটি। দু’বছরে এক বার করে এই ‘এয়ার শো’ আয়োজিত হয়। দেশ বিদেশের বিভিন্ন সংস্থা এতে অংশগ্রহণ করে।

ভারতীয় যুদ্ধবিমান তেজসও অংশ নিয়েছিল সেখানে। লক্ষ্য ছিল, এই যুদ্ধবিমানকে আন্তর্জাতিক বাজারের নজরে আনা। তবে এ দুর্ঘটনার পরে সে চেষ্টা ধাক্কা খেল বলেই মনে করছেন অনেকে।

রূপালী বাংলাদেশ

Link copied!