শৈলকুপা পৌরসভার কবিরপুর মসজিদের সামনে আজ এক মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬ বছর বয়সী আসলাম নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত আসলাম কবিরপুর গ্রামের রাছেম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসলাম মোটরসাইকেলের পেছনে চেপে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, কিশোরটি পড়ার ফাঁকে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন