শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৯:৩১ পিএম

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় কাজ করতে প্রস্তুত জেলেনস্কি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৯:৩১ পিএম

ভলোদিমির জেলেনস্কি। ছবি- সংগৃহীত

ভলোদিমির জেলেনস্কি। ছবি- সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তুত করা নতুন পরিকল্পনায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় নিশ্চিত করে জানায়, ওয়াশিংটনে প্রস্তুত করা এই খসড়া পরিকল্পনা জেলেনস্কি হাতে পেয়েছেন এবং শিগগিরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন।তবে, পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

জেলেনস্কির দপ্তর জানায়, ইতিমধ্যে মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যানিয়েল ড্রিসকলের সঙ্গে বৈঠকে ইউক্রেনের জনগণের জন্য গুরুত্বপূর্ণ মৌলিক নীতিগুলো তুলে ধরেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ইউক্রেন ও যুক্তরাষ্ট্র দুই দেশের টিমই যুদ্ধের অবসান পরিকল্পনার বিষয়গুলো নিয়ে যৌথভাবে কাজ করবে। আমরা গঠনমূলক ও দ্রুত কাজ করতে প্রস্তুত।’

মার্কিন সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, ২৮ দফার এই পরিকল্পনায় পূর্ব ইউক্রেনের কিছু অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেয়ার প্রস্তাব রয়েছে, এর বিনিময়ে ইউক্রেন ও ইউরোপকে ভবিষ্যৎ রুশ আগ্রাসনের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও বিশেষ দূত স্টিভ উইটকফ এক মাস ধরে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মতামত নিয়ে পরিকল্পনাটি তৈরি করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট। তিনি জানান, ট্রাম্প এটি সম্পর্কে অবহিত এবং এটিকে সমর্থনও দিয়েছেন তিনি।

ল্যাভিট বলেন, ‘এটি রাশিয়া এবং ইউক্রেন উভয়ের জন্যই একটি ভালো পরিকল্পনা এবং আমরা বিশ্বাস করি প্রস্তাবটি উভয় পক্ষের কাছেই গ্রহণযোগ্য হওয়া উচিত। আমরা এটি সম্পন্ন করার জন্য কঠোর পরিশ্রম করছি।’

এদিকে রাশিয়ার প্রতিক্রিয়া তুলনামূলক শীতল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘অবশ্যই যোগাযোগ আছে, কিন্তু এ মুহূর্তে কোনো প্রকৃত পরামর্শ বা আলোচনার প্রক্রিয়া চলছে না।’

অন্যদিকে, ইউরোপীয় মিত্ররা পরিকল্পনাটিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট বলেন, ‘শান্তি মানে আত্মসমর্পণ নয়। ইউক্রেনীয়রা ন্যায়সঙ্গত শান্তি চায়।’ ইইউ পররাষ্ট্রনীতির প্রধান কাজা কালাস  বলেন, ‘যে কোনো উদ্যোগ ইউক্রেন ও ইউরোপের সমর্থন ছাড়া এগোনো সম্ভব নয়।’ পোল্যান্ডও জানায়, ‘ভুক্তভোগী দেশটির প্রতিরক্ষা সক্ষমতায় শর্ত আরোপ করা অগ্রহণযোগ্য।’

এদিকে ময়দানে যুদ্ধ থেমে নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, এ বছর তাদের বাহিনী ইউক্রেনের প্রায় পাঁচ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করেছে। যদিও যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের হিসেব অনুযায়ী এই পরিমাণ তুলনামূলক কম।

রাশিয়ার সামরিক বাহিনী বৃহস্পতিবার দাবি করে, তারা উত্তর-পূর্বাঞ্চলের কুপিয়ানস্ক শহরসহ ভভচানস্ক ও পোকরোভস্কের বড় অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। তবে এসব দাবি পুরোপুরি অস্বীকার করেছে ইউক্রেন।

এ সময় রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় পশ্চিমাঞ্চলীয় টারনোপিলে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। জেলেনস্কি জানান, বুধবারের হামলায় রাশিয়া ইউক্রেনজুড়ে ৪৭৬টি ড্রোন ও ৪৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা সাতটি অঞ্চলে জ্বালানি কাঠামো ক্ষতিগ্রস্ত করেছে।

এই পরিস্থিতির মধ্যেই শান্তি প্রক্রিয়া জোরদারে তুরস্ক সফর করেন জেলেনস্কি। আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ‘আমরা তুরস্কের কূটনৈতিক শক্তির ওপর নির্ভর করছি, বিশেষ করে মস্কোতে তার প্রভাবের কারণে।’

ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে বাড়তে থাকা চাপের মধ্যেই জেলেনস্কির ওপর যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় যুক্ত হওয়ার চাপ বাড়ছে, তবে ইউরোপীয় আপত্তি ও রাশিয়ার অনীহা, সব মিলিয়ে এই উদ্যোগের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।

রূপালী বাংলাদেশ

Link copied!