রাশিয়ার বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকোর মতো যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারদের ওপরও চাপ বাড়াচ্ছেন তিনি। তবে এই হুমকির পরও মার্কিন শেয়ারবাজারে খুব একটা বড় অস্থিরতা দেখা যায়নি।
সোমবার (১৪ জুলাই) ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধ আগামী ৫০ দিনের মধ্যে বন্ধ না হলে রাশিয়ার পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
একই দিনে ইউরোপীয় ইউনিয়ন জানায়, তারা আপাতত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক শুল্ক দেবে না। এর আগে ট্রাম্প ইইউ ও মেক্সিকোর কিছু পণ্যের উপর ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। ইইউ কমিশনার মারোস শেফকোভিচ জানিয়েছেন, তিনি এ বিষয়ে আলোচনার জন্য তার মার্কিন সমকক্ষের সঙ্গে বৈঠকে আগ্রহী।
বিস্তারিত আসছে....
আপনার মতামত লিখুন :