সোমবার, ১৪ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


​​​​​​​রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৮:৩৯ পিএম

আদালত চত্বরে দুই কাজির হাতে নারী লাঞ্ছিত

​​​​​​​রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৮:৩৯ পিএম

রাজশাহীতে আদালত চত্বরে প্রকাশ্যে এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন দুই নিকাহ রেজিস্ট্রার (কাজি)। ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহীতে আদালত চত্বরে প্রকাশ্যে এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন দুই নিকাহ রেজিস্ট্রার (কাজি)। ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহীতে আদালত চত্বরে প্রকাশ্যে এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন দুই নিকাহ রেজিস্ট্রার (কাজি)। সম্পর্কে তারা দুই ভাই। সোমবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বোয়ালিয়া থানার আমলি আদালতের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী (৩৫) রাজশাহী মহানগরের বাসিন্দা। অভিযুক্ত দুজন হলেন রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোস্তফা হোসেন ভিক্টর ও তার ছোট ভাই একই উপজেলার বাকশিমইল ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোকাদ্দেম হোসেন শাওন।

অভিযোগ রয়েছে, এই দুই ভাইয়ের অপকর্মের শেষ নেই। তারা প্রতারক চক্রের সঙ্গে হাত মিলিয়ে ভুয়া রেজিস্ট্রারে বিয়ে দেন বলেও অভিযোগ আছে। ফলে কাবিননামা দিয়ে আইনের আশ্রয় নিতে পারেন না অনেকে। এরা দুজন মোহনপুর উপজেলার দুটি ইউনিয়নের দায়িত্বে থাকলেও ঘুর ঘুর করেন আদালতপাড়ায়। বিয়ে করতে আসা তরুণ-তরুণীদের টার্গেট করে নিয়ে যান। শহরে শাওনের ব্যক্তিগত চেম্বারও আছে। সেখানে বিয়ের নামে প্রতারণা করার কারণে গ্রেপ্তার হয়ে জেলও খেটেছেন। তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলাও আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে আদালত চত্বরে ওই নারীর সঙ্গে দুই ভাইয়ের কথা কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে রেগে গিয়ে ওই নারী কাজী শাওনকে লাথি মারেন। এ সময় শাওনও ওই নারীর পেটে লাথি মারেন। বড় ভাই ভিক্টর এ সময় পাশে থাকলেও ছোট ভাই শাওনকে ধরেননি।

এ সময় ওই নারী চিৎকার চ্যাঁচামেচি করতে থাকেন। অনেক মানুষও জড়ো হয়ে যান। সবার সামনে প্রকাশ্যেই অশ্লীল ও অশ্রাব্য ভাষায় ওই নারীকে গালাগাল করেন শাওন। পরে পুলিশ এসে ওই নারী এবং দুই ভাইকে দুই দিকে পাঠিয়ে দেয়।

ভুক্তভোগী নারী বলেন, ‘এই দুই ভাই প্রতারক চক্রের সদস্য। তারা অনেক নারীর সঙ্গে প্রতারণা করেন।’

তিনি জানান, সম্প্রতি তার বিয়ে হয়েছিল। বনিবনা না হওয়ায় বিচ্ছেদ হয়ে গেছে। এ ব্যাপারে মামলা হয়েছে। তিনি দেনমোহরের ৩৮ লাখ টাকা পাবেন। এই টাকার জন্য দুই ভাই তাকে আপস করার জন্য চাপ দিচ্ছেন। আপস করে মোটা অঙ্কের টাকা তারা হাতিয়ে নিতে চান। এতে রাজি না হলে তাকে কাজি শাওন লাথি মারেন। এ ব্যাপারে তিনি আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

যোগাযোগ করা হলে কাজী মোস্তফা হোসেন ভিক্টর বলেন, ‘ওই মাহিলাই প্রথমে আমার ভাইকে লাথি মেরেছে। তারপর আমার ভাই লাথি মেরেছে। তবে এটা ঠিক হয়নি।’ তিনি ওই নারীকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেন।

কথা বলতে কাজী মোকাদ্দেম হোসেন শাওনকে কয়েক দফা ফোন করা হলেও তিনি ধরেননি।

আদালত চত্বরে প্রকাশ্যে দুই কাজির এমন কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা রেজিস্ট্রার আব্দুর রকিব সিদ্দিকী বলেন, ‘আদালত চত্বরে কোনো নারীকে লাঞ্ছিত করার বিষয়টি আমার জানা নেই। ভুক্তভোগী নারী যদি আমার কাছে অভিযোগ করেন, তাহলে ওই দুই কাজির বিরুদ্ধে তদন্ত করে আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!