ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বাবা-মেয়েকে পুড়িয়ে হত্যা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৮:০৮ পিএম
প্রতীকী ছবি

আলজেরিয়ার টিসেমসিল্ট প্রদেশে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৮ বছর বয়সী এক তরুণী ও তার বাবাকে পুড়িয়ে হত্যা করার রোমহর্ষক ঘটনা ঘটেছে। প্রদেশটির ‘৫০০ রাউই মোহাম্মদ’ নামের শান্ত আবাসিক এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ বছর বয়সী এক যুবক ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু তরুণী ও তার পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে সে তাদের হুমকি দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, সে বলেছিল, ‘আমি কথা দিচ্ছি, তোমাদের পুড়িয়ে মারব।’

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, এই হুমকির দুই দিন পর, অভিযুক্ত যুবক তিন সহযোগীকে নিয়ে রাতে ওই বাড়িতে হানা দেয়।

পুলিশ জানায়, তারা বাড়ির ছাদে উঠে নিচে থাকা পরিবারের সদস্যদের ওপর পেট্রোল ঢেলে দেয় এবং এরপর পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা ভেতরে আটকা পড়েন।

আগুনে দগ্ধদের প্রথমে টিসেমসিল্টের একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য আলজিয়ার্সের কাছে জেরাল্ডার একটি বিশেষায়িত বার্ন ইউনিটে পাঠানো হয়।

কিন্তু চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরই বাবা ও মেয়ের মৃত্যু হয়। পরিবারের আরেকজন সদস্য গুরুতর অবস্থায় নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।