আগামী অক্টোবরে আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে ৬০ জন প্রার্থী আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিয়েছেন। তাদের মধ্যে আইনিভাবে অযোগ্য ঘোষিত বিরোধী দলের দুই জন শীর্ষ নেতাও রয়েছেন।
আবিদজান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, মঙ্গলবার মধ্যরাতে নির্ধারিত সময়সীমার মধ্যে এসব আবেদন নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। এখন সাংবিধানিক পরিষদ এগুলো যাচাই-বাছাই করবে। তারা চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করবে।
ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর। নির্বাচনকে ঘিরে দেশটিতে ইতোমধ্যে উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে। আদালতের রায়ে কয়েকজন বিরোধী নেতাকে নির্বাচনে অংশ নিতে নিষিদ্ধ করা হয়েছে।
অযোগ্য ঘোষিতদের মধ্যে রয়েছেন পিডিসিআই নেতা তিজান থিয়াম। জাতীয়তা-সংক্রান্ত জটিলতার কারণে তিনি বাদ পড়েছেন। আফ্রিকান পিপলস পার্টি-আইভরি কোস্ট (পিপিএ-সিআই) প্রধান ও সাবেক প্রেসিডেন্ট লরাঁ গাগবোও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় তিনি অযোগ্য বিবেচিত হয়েছেন।
তবে এই দুই নেতা আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা জমা দিয়েছেন। সাংবিধানিক পরিষদ আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।
বর্তমান প্রেসিডেন্ট আলাসানে উয়াতারা চতুর্থ মেয়াদের জন্য প্রার্থী হচ্ছেন। ৮৩ বছর বয়সী উয়াতারা মঙ্গলবার নিজেই ব্যক্তিগতভাবে প্রার্থিতা জমা দিয়েছেন। তিনি বলেন, জনগণের আহ্বানে সাড়া দিয়েই তিনি আবারও নির্বাচনে অংশ নিচ্ছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন