উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সেনাবাহিনীকে ‘সত্যিকারের যুদ্ধের’ জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি একটি আর্টিলারি মহড়ার সময় কিম এই মন্তব্য করেন। রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম কোরিয়া সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাত দিয়ে সংবাদমাধ্যম নোভা নিউজ শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
কেসিএনএ জানায়, কিম সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে বলেছেন, ‘প্রতিটি যুদ্ধে শত্রুকে ধ্বংস করার ক্ষমতা রাখতে হবে।’
এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন উত্তর কোরিয়া রাশিয়াকে সৈন্য ও অস্ত্র সহায়তা দিচ্ছে বলে দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে।
ইউক্রেনে চলমান রুশ আক্রমণের মধ্যে গত বছর উত্তর কোরিয়া সৈন্য ও বিপুল আর্টিলারি শেল, ক্ষেপণাস্ত্র ও দীর্ঘপাল্লার রকেট পাঠিয়েছে বলে জানা গেছে।
দক্ষিণ কোরিয়ার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার কুর্স্ক অঞ্চলে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার প্রায় ৬০০ সেনা নিহত হয়েছেন এবং হাজারের বেশি আহত হয়েছেন।