ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

আফগানিস্তানে নিহত ৮০০ ছাড়াল, আহত তিন হাজার

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৮:৪৬ এএম
আফগানিস্তানের জালালাবাদ বিমানবন্দরে ভূমিকম্পে আহতদের অ্যাম্বুলেন্সে তুলে নিচ্ছে তালেবান সেনা ও বেসামরিক স্বেচ্ছাসেবকরা। ছবি- রয়টার্স

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটেছে। রাষ্ট্রীয় সম্প্রচারক রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) জানিয়েছে, ৬ মাত্রার এই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১২ জনে। আহত হয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ। খবর আল-জাজিরার।

ভূমিকম্প আঘাত হানে স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাত্র ৮ কিলোমিটার গভীরে। মূল ভূমিকম্পের পর আরও তিনটি কম্পন অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা। একাধিক গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আর শত শত মানুষের মৃত্যু আশঙ্কা করছে তালেবান সরকার।

দুর্যোগ মোকাবিলায় বেসামরিক ও সামরিক বাহিনীকে যুক্ত করা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে নাঙ্গারহার বিমানবন্দরে হেলিকপ্টার মোতায়েন করেছে তালেবান কর্তৃপক্ষ। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাদের আঞ্চলিক হাসপাতালে নেওয়া হচ্ছে।

এই ভয়াবহ বিপর্যয়ে দেশজুড়ে জরুরি তৎপরতা চলছে, তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, আফগানিস্তানের কৃষি ও খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। ধারণা করা হচ্ছে, ৩৯ হাজার বর্গ কিলোমিটারের বেশি গম চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তিন লাখ ৪৯ হাজার টন প্রধান ফসল ঝুঁকির মুখে পড়বে। ভূমিকম্পের ফলে পশুপালন খাতও হুমকির মুখে পড়েছে, ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ১.৩৮ মিলিয়ন পশু রয়েছে।