ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে তিন মন্ত্রীর পদত্যাগ, প্রধানমন্ত্রীর পদত্যাগ চায় জেন-জি আন্দোলনকারীরা

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০১:৪৭ পিএম
নেপালের আন্দোলন। ছবি- রয়টার্স

নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করায় ছড়িয়ে পড়া জেন জি আন্দোলনের জেরে পদত্যাগ করেছেন দেশটির পানি সরবরাহ মন্ত্রী প্রদীপ ইয়াদাভ। এ নিয়ে জেন জি আন্দোলনে সংহতি জানিয়ে ৩ মন্ত্রী পদত্যাগ করল দেশটিতে। এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক ও কৃষি ও প্রাণি সম্পদমন্ত্রী রামনাথ অধিকারী পদত্যাগ করেছেন।

এদিকে জেন জি আন্দোলনের জেরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সর্বদলীয় বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। জেন জি আন্দোলনকারীরা তার পদত্যাগের দাবিতে এখন আন্দোলন করছেন। আন্দোলনের একপর্যায়ে মঙ্গলবার সকালে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। 

প্রসঙ্গত, এ সপ্তাহে দুর্নীতি ও ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমকে দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণদের আন্দোলন রাজধানী কাঠমান্ডু থেকে ছড়িয়ে পড়েছে সারা দেশের বিভিন্ন জেলায়। সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ২০ জন, দেশজুড়ে একাধিক এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। এ ঘটনায় সরকার যে দমননীতি অনুসরণ করেছে, তার তীব্র সমালোচনা করেছে ক্ষমতাসীন ও বিরোধীদলীয় নেতারা।